টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম নতুন এক পুরস্কার কর্মসূচি ঘোষণা করেছে, যার অধীনে আগামী সপ্তাহে ২৫ জন কনটেন্ট নির্মাতাকে স্বর্ণের ‘রিং’ প্রদান করা হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পুরস্কার সেইসব নির্মাতাদের দেওয়া হবে যারা সংস্কৃতিতে নতুন দিক উন্মোচন ও প্রতিবন্ধকতা ভেঙে সামাজিক প্রভাব তৈরি করছেন।
এই পুরস্কারের বিচারক প্যানেলে রয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি, চলচ্চিত্র নির্মাতা স্পাইক লি, ডিজাইনার মার্ক জ্যাকবস, ইউটিউবার মার্কেস ব্রাউনলি, অভিনেত্রী ইয়ারা শাহিদি এবং মেকআপ শিল্পী প্যাট ম্যাকগ্রাথসহ আরও অনেকে।
জয়ীরা ইংরেজ ফ্যাশন ডিজাইনার গ্রেস ওয়েলস বনারের তৈরি একটি স্বর্ণের আংটি পাবেন এবং তাদের প্রোফাইলের চারপাশে প্রদর্শিত হবে ডিজিটাল স্বর্ণ-রিং। এছাড়া তারা নিজেদের মতো করে “লাইক” বাটন ডিজাইন করার সুযোগ পাবেন। তবে এই পুরস্কারের সঙ্গে কোনো অর্থমূল্য সংযুক্ত নেই।
গত কয়েক বছরে মেটা তাদের নির্মাতা প্রণোদনা কর্মসূচি কমিয়ে এনেছে। ২০২৩ সালে রিলস নির্মাতাদের বোনাস বন্ধ করা হয়, ২০২২ সালে বাতিল হয় অ্যাফিলিয়েট মার্কেটিং বোনাস। এ অবস্থায় প্রতীকী এই পুরস্কারকে অনেকেই নির্মাতাদের অনুপ্রাণিত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।
ইনস্টাগ্রাম জানিয়েছে, এই পুরস্কার তাদের জন্য যারা সাহস করে নতুনভাবে সৃজনশীলতা প্রকাশ করেন এবং মানুষকে একত্র করেন। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ১৬ অক্টোবর।