টেকভিশন২৪ ডেস্ক: নো-কোড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার ড্রইপ নিয়ে এসেছে রিয়েল-টাইম কোলাবোরেশন সুবিধা। বিশেষ করে এর নতুন কোলাবোরেটিভ কমেন্টস ও স্মার্ট ভার্সনিং ফিচার সমন্বিতভাবে কাজকে সহজ ও কার্যকর করবে।
এই ফিচারগুলোর ফলে টিম এখন আরও দক্ষতার সঙ্গে ওয়েবসাইট প্রজেক্টে কাজ করতে পারবে।
রিয়েল-টাইম কমেন্টস ফিচারের মাধ্যমে টিম সদস্যরা সরাসরি ড্রইপ এডিটরে নির্দিষ্ট ডিজাইন এলিমেন্টে ফিডব্যাক দিতে পারবেন। ট্যাগিং ফিচার ব্যবহার করে নির্দিষ্ট সদস্যকে উল্লেখ করা যাবে, যা যোগাযোগকে আরও স্পষ্ট করে।
স্মার্ট ভার্সনিং সিস্টেম প্রতিটি পরিবর্তনের হিস্টোরি সংরক্ষণ করে, ফলে প্রয়োজনে আগের কোনো ভার্সনে ফিরে যাওয়া বা সম্পাদনার ট্র্যাক রাখা সম্ভব হয়।
এছাড়া কমেন্টসগুলো রিজলভ করে দেওয়া যায়, যাতে বোঝা যায় কোন ফিডব্যাক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।