টেকভিশন২৪ ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় ক্লাউড ও কোলোকেশন সেবা প্রদানকারী টিয়ার–৩ সার্টিফায়েড ডাটা সেন্টার ঢাকাকলো এবং কর্পোরেট ইন্টারনেট ও ডিজিটাল সেবা প্রদানকারী রেস অনলাইন লিমিটেড যৌথভাবে আয়োজন করেছে এক্সক্লুসিভ বিজনেস ইনোভেশন কনক্লেভ ২০২৫। এ আয়োজনে অংশ নেন দেশের খ্যাতনামা ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাকলো ও রেস অনলাইন লিমিটেড–এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আকরামুল হক (অব.), প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, প্রধান ব্যবসা কর্মকর্তা রায়হান হোসেন এবং প্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম রিয়াদ। এছাড়া চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এলা আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক এমডি কামাল হোসেন ভিডিওবার্তায় শুভেচ্ছা জানান।
কনক্লেভে একশ’রও বেশি অতিথি অংশ নেন এবং দীর্ঘদিনের সহযোগিতার স্বীকৃতি হিসেবে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, কবির স্টিল রি–রোলিং মিলস (কেএসআরএম), সিকম গ্রুপ, কর্ণফুলী টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রকল্প (সিসিসিসি), ফোর্টিস গ্রুপ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস–কে “পার্টনারশিপ পুরস্কার” প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রযুক্তি ও অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরা হয়।