টেকভিশন২৪ ডেস্ক: পর্দা উঠছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এর জাতীয় পর্বের। আগামীকাল ২৫ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনে তিনটি আঞ্চলিক পর্বের মাধ্যমে বাছাই করা প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেবে। জাতীয় পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বছর নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করবে।
এবারই প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আঞ্চলিক পর্যায়ে আয়োজন করা হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন শহরের শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সেখান থেকে জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছে। আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দেশের এই তিনটি শহরে,- চট্টগ্রাম, ঢাকা ও রংপুর । আঞ্চলিক পর্বে বাছাইকৃত ৭০ টি দল জাতীয় পর্বে অংশগ্রহণ করতে আসছে। তরুণ প্রতিযোগীরা রোবোটিকসের নানান চ্যালেঞ্জে নিজেদের সৃজনশীলতা, দক্ষতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরবে জাতীয় মঞ্চে।
এবারের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এ শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে রয়েছে ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন এবং রোবোস্পোর্টস ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো বয়সভিত্তিক তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে: ইলিমেন্টারি (৮–১২ বছর), জুনিয়র (১১–১৫ বছর) এবং সিনিয়র (১৪–১৯ বছর)। জাতীয় পর্বে অংশগ্রহণের সংখ্যা অনুযায়ী, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ৪২টি দল, ফিউচার ইনোভেটর্স ক্যাটাগরিতে ১৬টি দল, রোবোমিশন ক্যাটাগরিতে ২০টি দল এবং রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ২টি দল অংশ নেবে।
জাতীয় পর্বের আয়োজন শুরু হবে সকাল আটটায়। নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা শুরু করবে তাদের প্রতিযোগিতা। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ধাপে ধাপে চলতে থাকবে বিচার কাজ। বিকেলে চারটায় শুরু হবে আনুষ্ঠানিক পুরস্কার বিতরনী। এই আসরে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া।
এর আগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) শিক্ষার্থীদের রোবটিক্স অলিম্পিয়াড বিষয়ে উৎসাহিত করতে জুনমাসের বিভিন্ন সময়ে ১৪টি এক্টিভেশন প্রোগ্রাম আয়োজন করে। দেশের ৫টি জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ওয়ার্কশপগুলো করা হয় যেখানে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। ২০২০ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং প্রতিবছরই অর্জন করে চলেছে একের পর এক সাফল্য। এছাড়াও দেশের আটটি বিভাগে শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য বিভিন্ন অ্যাক্টিভেশন কর্মশালা আয়োজন করা হয়েছে।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করে। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে দৈনিক ইংরেজি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আগামী নভেম্বর মাসে সিংগাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) ২০২৫, যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল।


