টেকভিশন২৪ ডেস্ক: উপকূলীয় অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে খুলনায় হয়ে গেলো দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক “স্টেম ক্যাম্প”। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় “স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া (SISGCA)” প্রকল্পের আওতায় এই ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশের ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
ক্যাম্পে রামপাল উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতন, এবং রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষার্থী ও চার জন শিক্ষক অংশগ্রহণ করছে। ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিলো, উপকূলীয় এলাকার মেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং ডিজিটাল দক্ষতার মাধ্যমে সৃজনশীল বিকাশ ঘটানো।
ক্যাম্পের প্রথম দিন সকালে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখে কার্বন-ডাই-অক্সাইড উৎপাদন প্রক্রিয়া, আলোর প্রতিফলন ও প্রতিসরণ, প্রিজমের মাধ্যমে আলোর দিক পরিবর্তন, আর্কিমিডিসের সূত্র যাচাই সহ বিজ্ঞানে বিভিন্ন বিজ্ঞানীর অবদান সম্পর্কে। দুপুরে শিক্ষার্থীরা রোবটিক্স বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে, এরপর স্ক্র্যাচ প্রোগ্রামিং অনুশীলনের পাশাপাশি টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণ করে তারা ও নক্ষত্র সম্পর্কে ধারণা লাভ করে।
ক্যাম্পের দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা শিক্ষা সফরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন করে এবং মেকাট্রনিক্স বিভাগসহ বিভিন্ন বিভাগ ও ল্যাব ঘুরে দেখে। মেকাট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হেলাল আন নাহিয়ান শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, “এ ধরনের কার্যক্রম উপকূলীয় এলাকার মেয়েদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং তাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথ খুলে দেবে।” অভিজ্ঞতা বিনিময় এই সেশনে বিশ্ববিদ্যালয়টির উপকূল অঞ্চলের প্রতিনিধি নারী শিক্ষার্থীরা অংশগ্রহণকারী মেয়েদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়, যা স্কুল পড়ুয়া এই শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সামিরা সুলতানা ঋতু বলেন, “কুয়েটের আপুদের দেখে অনুপ্রেরণা পেয়েছি—আমরাও বড় হয়ে এমন বড় শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হবার সুযোগ পাবো।
উল্লেখ্য, স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া (SISGCA) প্রকল্পের আওতায় উপকূলের মেয়েদের জন্য এমন আরো স্টেম ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।


