টেকভিশন২৪ ডেস্ক: মিসরের শীর্ষ ধনকুবের নাসেফ সাওয়ারিস যুক্তরাষ্ট্রের অবকাঠামো খাতে সর্বোচ্চ ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছেন। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার তিনি এ তথ্য জানিয়েছেন।
সাওয়ারিস আরও জানান, এ উদ্যোগের অংশ হিসেবে তিনি আবুধাবিভিত্তিক তার শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন হোল্ডিং কোম্পানিকে একীভূত করছেন।
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও উদ্যোক্তা সাওয়ারিস যুক্তরাষ্ট্রের সড়ক, জ্বালানি এবং প্রযুক্তি–নির্ভর অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা খুঁজছেন। তার মতে, যুক্তরাষ্ট্রে অবকাঠামো উন্নয়নের জন্য বড় ধরনের বেসরকারি বিনিয়োগ এখন অত্যন্ত জরুরি।
ফোর্বস অনুযায়ী, নাসেফ সাওয়ারিস মিসরের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তিনি ইউরোপ ও আমেরিকাতেও নানা খাতে বিনিয়োগ করে আসছেন।