বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
32.9 C
Dhaka

আসুস আরওজি, টাফ এবং নতুন ভি সিরিজের গেমিং ল্যাপটপ বাংলাদেশে

এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজ জিপিইউয়ে এলো আসুসের নতুন গেমিং ল্যাপটপ লাইনআপ

টেকভিশন২৪ ডেস্ক: আসুস বাংলাদেশের আয়োজনে ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টে আজ উন্মোচন করা হলো আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। গেইমার, প্রযুক্তিপ্রেমী ও ক্রিয়েটররা এই ইভেন্টে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অফ গেইমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এই ইভেন্টে ল্যাপটপগুলো সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ দেয়া হয়।

আরওজি সিরিজের ল্যাপটপ

অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ল্যাপটপটিতে আছে বিশাল ১৮ ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স দিক থেকেও এটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লক্ষ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে।

এছাড়া, আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে ছিল। ডিজাইনের দিক থেকে হালকা আর চমৎকার এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে দারুণ। তাই গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এগুলো বেশ উপযোগী। ভবিষ্যতের গেমিংয়ের ক্ষেত্রে আসুসের আরওজি মডেলগুলো ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দারুণ অভিজ্ঞতা। আরওজি জেফাইরাস জি১৪ এর মূল্য ৩ লক্ষ ৩২ হাজার টাকা, এবং জি১৬ এর মূল্য ৩ লক্ষ ৮৮ হাজার টাকা।

টাফ সিরিজের ল্যাপটপ

আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই গেইমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লক্ষ ৯৪ হাজার টাকা, এ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৭০ হাজার টাকা থেকে।

বাংলাদেশে নতুনভিসিরিজ

এই ইভেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এলো আসুস গেমিং ভি১৬ (ভি৩৬০৭) ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর পারফরম্যান্সের পাশাপাশি ১৬ ইঞ্চির ১৪৪ হার্টজ ডিসপ্লে এবং আধুনিক নকশা এটিকে করেছে আলাদা। টার্বো ব্লু রঙে এবং আধুনিক প্যাটার্নে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটির মূল্য ১ লক্ষ ৬৪ হাজার টাকা।

ল্যাপটপের পাওয়ারফুল জিপিইউ

সব ল্যাপটপের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। নতুন এই প্রযুক্তিতে আছে দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজ আরও দ্রুত করা সম্ভব।

আসুস বাংলাদেশের লক্ষ্য বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে বিশ্বমানের নতুন প্রযুক্তি পৌঁছে দেয়া। নতুন ল্যাপটপগুলো দেশের বাজারে আনার মধ্য দিয়ে গেইমার, প্রফেশনাল, কনটেন্ট ক্রিয়েটরসহ সকল ল্যাপটপ ইউজারদের ভবিষ্যত প্রযুক্তির সুবিধা দিতে চায় আসুস।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১...

ঢাকায় নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য নিয়ে ৩দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় তিন...

সর্বশেষ

ডিজেআইয়ের নতুন অসমো ন্যানো মিনি অ্যাকশন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত ড্রোন ও ক্যামেরা নির্মাতা ডিজেআই তাদের...

ড্যাফোডিল গ্রুপ-টয়োটা সমঝোতা: জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি যুবকদের বৈশ্বিক অটোমোবাইল শিল্পে উচ্চশিক্ষা ও...

আগামীকাল অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব

টেকভিশন২৪ ডেস্ক: পর্দা উঠছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এর...

প্রযুক্তিখাতের ১০টি মেগাট্রেন্ডনিয়ে হুয়াওয়ের প্রতিবেদন প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে সম্প্রতি ‘ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড ২০৩৫ রিপোর্ট’ ও...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img