টেকভিশন২৪ ডেস্ক: ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা যুক্তরাজ্যে গৃহস্থালিতে বিদ্যুৎ সরবরাহের জন্য দেশটির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেমের কাছে লাইসেন্সের আবেদন করেছে। অনুমোদন পেলে টেসলা ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে বিদ্যুৎ সরবরাহকারী বড় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
গত মাসের শেষ দিকে ম্যানচেস্টারভিত্তিক টেসলা এনার্জি ভেঞ্চারস লিমিটেড এই আবেদন জমা দেয়।
বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের পাশাপাশি টেসলা সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবসায়ও সক্রিয়, যেখানে গত বছর এ খাতে আয় প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে গাড়ি বিক্রিতে বড় ধসের মুখে থাকা টেসলার বিক্রি যুক্তরাজ্যে জুলাইয়ে বছরে তুলনায় ৬০% কমেছে এবং ইউরোপে ২২% হ্রাস পেয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মাস্কের রাজনৈতিক কার্যক্রম ও চীনা প্রতিযোগীদের উত্থান এ পতনের পেছনে ভূমিকা রেখেছে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, টেকসই জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতেই তারা বিদ্যুৎ ব্যবসায় নামছে।
সূত্র: সিএনএন


