বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ণ
23 C
Dhaka

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল ইডটকো

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ, দেশব্যাপী নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা এবং ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদার করা করার পাশাপাশি টেলিকম কার্যক্রমে টেকসইতা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘এসডিজি  ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ভূষিত হয়েছে।

- Advertisement -

দুটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে ইডটকো। সেবা প্লাটফর্মের এর সাথে যৌথ উদ্যোগে ‘পাওয়ার জিনি’ পদক্ষেপ এর জন্য দি মোস্ট এনার্জি ইফিসিয়েন্ট ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ ক্যাটাগরি এবং এসডিজি ১২ রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রডাকশন ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে কোম্পানিটি। অন্যদিকে ‘দি মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশনস কোম্পানি’ হিসেবে বিশেষ প্রশংসার স্বীকৃতিও পেয়েছে ইডটকো। এই স্বীকৃতিগুলো টেকসই, সংযুক্ত ভবিষ্যত ও দায়িত্বশীল টেলিযোগাযোগ ইকোসিস্টেম গড়ে তুলতে ইডটকোর নেতৃত্বস্থনীয় ভূমিকারই প্রতিফলন।

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের অধীনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ-এর উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে খাত বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ও ব্র্যান্ড বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং সম্মিলিতভাবে ইডটকো বাংলাদেশ-এর টেকসই উদ্ভাবনী কার্যক্রমকে স্বীকৃতি জানান।

প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইডটকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক। তিনি বলেন, “টেকসই উন্নয়নকে শুধু দায়িত্ব নয় বরং কাজের মূলভিত্তি হিসেবে বিবেচনা করে ইডটকো বাংলাদেশ। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী টেলিকম অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে জ্বালানি ব্যবহারে দক্ষতা নিশ্চিত—সবক্ষেত্রেই বাংলাদেশের জন্য একটি সবুজ ও আরও স্থিতিস্থাপক ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ আমরা । এই স্বীকৃতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রতি আমাদের অঙ্গীকারকে দৃঢ় করার পাশাপাশি সমাজ ও পরিবেশে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রাখার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে।”

ইডটকো বাংলাদেশ মালয়েশিয়া-ভিত্তিক ইডটকো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান যারা বাংলাদেশে টেকসই ডিজিটাল অবকাঠামো নির্মাণের অন্যতম পথপ্রদর্শক। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উদ্ভাবন যেমন—বাঁশের টাওয়ার, হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার, স্পান প্রি-স্ট্রেসড কংক্রিট (এসপিসি) টাওয়ার এবং স্মার্ট পোলে স্ট্রিট ফার্নিচার—সবই প্রমাণ করে কীভাবে স্মার্ট প্রকৌশল ও সবুজ প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠানটি কার্বন নিঃসরণ হ্রাস ও অপারেশনাল দক্ষতা নিশ্চিত করে চলেছে।

ব্যয় ও উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সামগ্রিক টেকসইতা-ভিত্তিক কার্যপ্রণালী একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। দেশের বিভিন্ন টাওয়ার সাইটে জ্বালানি দক্ষতা বৃদ্ধি থেকে শুরু করে উপকরণ ব্যবহার ও পরিচালনায় সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির নীতিমালা গ্রহণ—প্রতিটি ক্ষেত্রে ইডটকো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সাথে তাদের ব্যবসায়িক কৌশলকে সুসংগতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস’-এর লক্ষ্য হলো—টেকসই উন্নয়নের ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে দেশের বেসরকারি খাতের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দেওয়া। ইডটকো বাংলাদেশের এবারের অর্জন ডিজিটাল খাতে একটি অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার পথে প্রতিষ্ঠানটির নেতৃত্বেরই প্রমাণ বহন করে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় নতুন কম্পিউটার মার্কেট উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর নিউ ইস্কাটন রোড গড়ে উঠছে প্রযুক্তিপণ্যের...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের প্রবৃদ্ধি ৪৮ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে...

দক্ষিণ-দক্ষিণ সেমিকন্ডাক্টর সেতুবন্ধন গড়ে তুলছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) পেনাং-এ তিন...

সর্বশেষ

বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে অনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করতে কারখানা স্থাপন...

নতুন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প চালু করছে বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বিপিও তথা আউটসোর্সিং শিল্পকে আরও এগিয়ে নিতে...

ভ্রমণবান্ধব জীবনযাপন বদলে দিচ্ছে স্মার্টফোনের চাহিদার ধরন

টেকভিশন২৪ ডেস্ক: সপ্তাহান্তের ছোট্ট ভ্রমণ, রোড ট্রিপ কিংবা সমুদ্রতীরে...

বাংলালিংকের নতুন সিএমও কাজী মাহবুব হাসান

টেকভিশন২৪ ডেস্ক: কাজী মাহবুব হাসানকে নতুন চিফ মার্কেটিং অফিসার...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img