শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ণ
26 C
Dhaka

আমাদের প্রথম কাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়াগুলো ডিজিটাল করা: ফয়েজ আহমদ তৈয়্যব

এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ যার যার প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন।

- Advertisement -

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আজ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিখনযাত্রাকে নতুনভাবে গড়ে তুলবে। গতকাল ঢাকার আইসিটি টাওয়ারে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ যার যার প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন। দু’টি প্রতিষ্ঠান যৌথভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শক্তিশালী ডিজিটাল দক্ষতা সংযোজন, আধুনিক শিক্ষণ সরঞ্জামের প্রবেশাধিকার বৃদ্ধি এবং শ্রেণিকক্ষ থেকে কর্মক্ষেত্রে যাওয়ার পথ সহজ ও উন্মুক্ত করতে কাজ করবে।

অনুষ্ঠানে সরকার, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগী মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইসিটি সচিব জনাব শীষ হায়দার চৌধুরী তার বক্তব্যে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন এটুআই এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া; ‘দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে (দীক্ষা)’ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ কবির হোসেন; জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক মো. নুরুল ইসলাম; এটুআই-র ফিউচার অফ এডুকেশন বিভাগের প্রধান মো. আফজাল হোসেন সারোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এটুআই-এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট প্রধান আবদুল্লাহ আল ফাহিম।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব তাৎক্ষণিকভাবে শুরু হতে যাওয়া বাস্তবধর্মী কার্যক্রমের কথা বলেন। তিনি উল্লেখ করেন, “আমাদের প্রথম কাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়াগুলো ডিজিটাল করা, যাতে শিক্ষার্থীরা সহজে ও বিলম্ব ছাড়াই সনদ, ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য নথি পেতে পারে। আমরা পাঠ্যক্রমেও পরিবর্তন আনব, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসহ আধুনিক প্রযুক্তি যুক্ত হয়। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার বেশি কিছু প্রাপ্য; তাদের ধারণা অনুসন্ধান, সমস্যা সমাধান ও নতুন মূল্য সৃষ্টির সুযোগ দরকার, যাতে তারা দেশের কল্যাণে অবদান রাখতে পারে।”

তিনি যোগ করেন, অগ্রগতি নির্ভর করে শিক্ষকদের দক্ষতার উপর। ধারাবাহিক প্রশিক্ষণ শিক্ষকদের ব্লেন্ডেড শিক্ষণ-পদ্ধতি ব্যবহারে সক্ষম করবে, যেখানে অনলাইন উপকরণ শ্রেণিকক্ষের আলোচনাকে সমর্থন করবে। “আমরা দীক্ষা ও মুক্তপাঠের মতো প্রকল্পসমূহকে আরো উন্নত ও আধুনিক করব, যাতে প্রতিটি শিক্ষার্থী নিজস্ব গতিতে শিক্ষালাভ জোরদার করতে পারে,” তিনি বলেন। “শিক্ষকদের আত্মবিশ্বাস বাড়লে শিক্ষার্থীদের সক্ষমতাও বাড়ে।”

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী এই অংশীদারীত্বকে বিস্তৃত সংস্কার কর্মসূচির অংশ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “অনেক বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহ আধুনিক প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ একাডেমিক পরিবেশ ধরে রাখতে হিমশিম খাচ্ছিল। ডিজিটাল রূপান্তর আর ঐচ্ছিক নয়। এটুআই-এর সহায়তায় জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি উচ্চশিক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।”

অধ্যাপক ড. আমানউল্লাহ বলেন, “বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর দশ লাখের বেশি স্নাতক তৈরি করে,” তিনি বলেন, “দেশের প্রায় সত্তর শতাংশ উচ্চশিক্ষা আমাদের আওতায়। আমাদের শিক্ষকরা নিষ্ঠার সাথে কাজ করেন, অবকাঠামোও উন্নতি করছে, তবে আমাদের পাঠ্যক্রম বর্তমান বিশ্বের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ন নয়। আজকের এই সমঝোতা স্মারক সঠিক সময়ে হয়েছে। এটি আমাদের শিক্ষাকে শিল্পক্ষেত্রের প্রয়োজনের সাথে সামঞ্জস্য আনয়ন করতে এবং শিক্ষা ও কর্মসংস্থানের সেতুবন্ধন মজবুত করতে সহায়তা করবে।”

উপাচার্য পরিকল্পনা থেকে কার্যক্রমে দ্রুত অগ্রসর হওয়ার ব্যাপারে আস্থা প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করেন, “আমরা এই অংশীদারিত্ব কাগজে আটকে রাখব না। কয়েক মাসের মধ্যেই আমরা যৌথ উদ্যোগ চালু করব, নতুন কোর্স পরীক্ষা করব এবং শিক্ষার্থীদের তাদের পড়াশোনার সাথে মিলিয়ে ইন্টার্নশিপে স্থান দেব।”

চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ একাডেমিক মানোন্নয়ন, প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা লাভ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্নাতকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে লক্ষ স্থির করেছে। এটুআই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সে ডিজিটাল ও তথ্যপ্রযুক্তি সক্ষমতা সংযোজনের দিকনির্দেশনা দেবে। প্রোগ্রামের বিশেষজ্ঞরা সিলেবাস পর্যালোচনা, নতুন মডিউল নকশা এবং অনলাইন শিক্ষায় কোর্স প্রণয়নে শিক্ষকদের সঙ্গে কাজ করবেন। এটুআই ভবিষ্যৎ শিক্ষণ মডেল নিয়ে যৌথ গবেষণা, সফট স্কিলস অর্জনে উৎসাহিতকারী পলিসি তৈরী এবং ব্লেন্ডেড শিক্ষণ-পদ্ধতিতে শিক্ষকদের দক্ষ করে তুলতেও সহায়তা করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় তার পক্ষ থেকে অংশীদারিত্বের একাডেমিক দিকে নেতৃত্ব দেবে। বিশ্ববিদ্যালয় তার সংযুক্ত কলেজ নেটওয়ার্কে পাঠ্যক্রম সংস্কার, ডিজিটাল ব্যবস্থা ও ই-সেবার বিস্তারিত কৌশল প্রণয়ন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img