টেকভিশন২৪ ডেস্ক: ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধের কারণে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম বেড়ে ২৩০০ ডলারে পৌঁছাতে পারে। শুল্ক বাবদ অ্যাপল বাড়তি খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দিলে, স্মার্টফোনসহ প্রায় সব পণ্যের দাম ৪৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
এই পরিস্থিতির সুযোগ নিতে পারে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেক্ট্রনিক্স। যদিও অ্যাপল ইতিমধ্যে ভিয়েতনাম ও ভারতে অনেক কারখানা স্থানান্তর করেছে, তবে আইফোনের একটি বড় অংশ এখনও চীনে উৎপাদিত হয়।
শুল্ক দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপলকে কঠিন সংকটের মুখোমুখি হতে হবে। শুল্ক বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অ্যাপল তাদের পণ্যের মূল্যবৃদ্ধি করতে বাধ্য হতে পারে। এতে ভোক্তারা বিকল্প ব্র্যান্ডের দিকে ঝুঁকতে পারেন, যা অ্যাপলের জন্য ব্যবসায়িক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।