টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিম কয়েন প্রথম দিনেই ক্রিপ্টোকারেন্সি বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। শুক্রবার চালু হওয়া এই টোকেনের মূল্য শনিবার ১০ ডলারের নিচ থেকে বৃদ্ধি পেয়ে রবিবার সর্বোচ্চ ৭৪.৫৯ ডলারে পৌঁছায়। যদিও সোমবার এটি কিছুটা কমে ৩৩.৮৮ ডলারে লেনদেন হয়।
বিশেষজ্ঞরা এই কয়েনকে নৈতিক এবং নিয়ন্ত্রক প্রশ্নবোধক হিসেবে চিহ্নিত করেছেন। তবে ট্রাম্পের ক্রিপ্টো-সহায়ক প্রশাসন বাজারে নতুন আশার সঞ্চার করেছে।
বিটকয়েনও ট্রাম্পের শপথ গ্রহণের দিনে সর্বোচ্চ ১০৯,০৭১ ডলারে পৌঁছে যায়, যদিও পরে কমে ১০১,৮৬৭ ডলারে স্থির হয়।
ট্রাম্পের কয়েন ও তাঁর স্ত্রীর নামে চালু হওয়া মেলানিয়া কয়েন সোলানা ব্লকচেইনে তৈরি। এর ফলে সোলানার মূল্যও রবিবার ২৯৪.৩৩ ডলারে সর্বোচ্চে ওঠে।
বিশ্লেষকরা মনে করছেন, এই মিম কয়েনের অস্বাভাবিক উত্থান ও পতন সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ। ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠান সিআইসি ডিজিটালের অধীনে ৮০ শতাংশ কয়েন রয়েছে, যা এটিকে আরও বিতর্কিত করেছে।
বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারে ট্রাম্পের এই উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করলেও, এটি নৈতিক এবং আইনি প্রশ্ন উত্থাপন করছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
সূত্র : রয়টার্স