টেকভিশন২৪ ডেস্ক: চীনা স্টার্টআপ ডিপসিকের কম খরচে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের উত্থানে বিশ্বব্যাপী প্রযুক্তি শেয়ারবাজারে বড় ধস নেমেছে। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) এআই খাতের শীর্ষ কোম্পানিগুলোর শেয়ার মূল্য ব্যাপকভাবে হ্রাস পায়। এনভিডিয়ার শেয়ার মূল্য প্রায় ১৭% কমে ওয়াল স্ট্রিটের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ক্ষতির রেকর্ড তৈরি করেছে, যার বাজারমূল্য থেকে ৫৯৩ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে।
ডিপসিকের নতুন এআই অ্যাসিস্ট্যান্ট কম ডাটা ও খরচে অধিক কার্যকর হওয়ায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। এটি অ্যাপল অ্যাপ স্টোর থেকে মার্কিন প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটিকেও ডাউনলোডের সংখ্যায় পেছনে ফেলেছে। এই প্রযুক্তির উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, যার ফলে প্রযুক্তি শেয়ারবাজারে ব্যাপক বিক্রির প্রবণতা দেখা দিয়েছে।
সোমবার নাসডাক সূচক ৩.১% হ্রাস পেয়েছে, যেখানে এনভিডিয়া ছাড়াও ব্রডকম (১৭.৪%), মাইক্রোসফট (২.১%) এবং অ্যালফাবেট (৪.২%)-এর শেয়ার মূল্য কমেছে। এশিয়া ও ইউরোপের বাজারেও এই ধসের প্রভাব পড়েছে। জাপানের সফটব্যাংক গ্রুপ ৮.৩% এবং ডাচ চিপ নির্মাতা এএসএমএল ৭% শেয়ার হারিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ডিপসিকের সাফল্য এআই খাতের বর্তমান নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে এবং বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাবে চিপ, বিদ্যুৎ উৎপাদন ও ডাটা সেন্টারের মতো বড় পরিকাঠামোর চাহিদা হ্রাস পেতে পারে, যা প্রযুক্তি খাতের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।