শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ণ
26 C
Dhaka

গ্লোবাল ব্র্যান্ডের সৌজন্যে লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের আইটি ডিস্ট্রিবিউশন মার্কেটে দীর্ঘ সময় ধরে অন্যতম প্রধান ভূমিকা পালনকারী গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, ইন্টেল এবং লেনোভোর সৌজন্যে সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে লেনোভো ৩৬০ ইভল্ভ এর একটি ইভেন্ট আয়োজিত হয়েছে।

- Advertisement -

বাংলাদেশের কম্পিউটার মার্কেটে লেনোভোর নতুন কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ এই ইভেন্টে লঞ্চ করা হয়েছে। মডেল গুলোর মধ্যে ছিলো থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫, এআই পাওয়ারড লিজিয়ন ৫আই। এআই পাওয়ারড এই মডেলগুলো উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং স্টাইলের সংমিশ্রণ এনে কাজের জায়গা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) হচ্ছে লেনোভোর একটি প্রিমিয়াম ল্যাপটপ, যা উন্নত উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। ইন্টেল-এর সাথে যৌথভাবে উদ্ভাবিত এই পণ্যটি আধুনিক ডিজাইন, অতুলনীয় পারফরম্যান্স এবং বুদ্ধিমান বৈশিষ্ট্যের সংমিশ্রণ যা পেশাজীবী, নির্মাতা, কোডার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য স্মার্ট, দ্রুত এবং উচ্চমানের কাজ নিশ্চিত করবে।

লিজিয়ন ৫আই, যা একইসাথে গেমিং এবং স্ট্রিমিং এর জন্য আদর্শ। ১৪ জেন ইন্টেল কোর প্রসেসর এবং এনভিডিয়া জি-ফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিক্স দ্বারা চালিত এই ডিভাইসটি গেমিং এবং একাডেমিক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। লেনোভো এআই ইঞ্জিন+ এবং এলএ১ এআই চিপ ব্যবহার করে এটি আপনার গেমিং অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। লিজিয়ন কোল্ডফ্রন্ট হাইপার প্রযুক্তি ডিভাইসকে ঠান্ডা রাখে। লেনোভো পিওরসাইট গেমিং ডিসপ্লে এবং লিজিয়ন স্পেকট্রাম ৪-জোন আরজিবি লাইটিং সহ লিজিয়ন ট্রুস্ট্রাইক কিবোর্ডে রয়েছে আরও অনেক বৈশিষ্ট্য।

ইভেন্টে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি থেকে গ্লোবাল ব্রান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন। লেনোভোর পক্ষে ছিলো লেনোভো ইন্ডিয়ার কনজ্যুমার ল্যাপটপ বিভাগের চ্যানেল ম্যানেজার হাসান রিয়াজ ও লেনেভো ইন্ডিয়ার রিজিওনার চ্যানেল সেলস ম্যানেজার সুমন রয়।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন, “আমাদের ২ দশকের দীর্ঘ যাত্রায় আইটি ডিস্ট্রিবিউশনে নিরলস প্রচেষ্টা ও সফলতার ভিত্তিতে, লেনোভোর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সম্ভাবনার পথ প্রসারিত করবে।”

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার বলেন, “লেনোভোর মতো একটি স্বনামধন্য আন্তর্জাতিক ব্র্যান্ডকে আমরা পেয়ে গর্বিত। নির্ভরযোগ্যতায় গড়া আমাদের সাফল্য লেনোভোর অংশীদারিত্বে আরও সুসংহত হবে।”

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার বলেন, “গত ২৮ বছরের বেশি সময় ধরে আমরা আইটি ডিস্ট্রিবিউশনে একটি নির্ভরযোগ্য নাম। লেনোভোর সাথে এই অংশীদারিত্ব আমাদের নতুন সম্ভাবনার পথে নিয়ে যাবে।”

লেনোভো ইন্ডিার হাসান রিয়াজ কনজ্যুমার প্রোডাক্ট নিয়ে ও সুমন রয় কমার্শিয়াল প্রোডাক্ট উপস্থাপন করেন।

লেনোভোর জেনারেল ম্যানেজার (ওভারসিজ বিজনেস কনজিউমার, কমার্শিয়াল এবং ট্যাবলেটস) নবীন কেজরিওয়াল বলেন, “ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) একটি যুগান্তকারী উদ্ভাবন। এটি কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং ব্যবহারকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে।”

লেনোভো একটি গ্লোবাল টেকনোলজি পাওয়ারহাউস, যা ১৮০টি বাজারে কার্যক্রম পরিচালনা করে। এটি পিসি থেকে ক্লাউড পর্যন্ত একটি বিস্তৃত ভাবে কাজ করছে, যা এআই চালিত ও অপ্টিমাইজড।

গ্লোবাল ব্র্যান্ডস পিএলসি লেনোভোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর এবং বাংলাদেশে উদ্ভাবনী পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। লেনোভো, ইন্টেল এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর এই যৌথ উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি বাজারে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে এবং ব্যবহারকারীদের জন্য আরও উন্নত প্রযুক্তি সহজলভ্য করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img