বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:৫৮ পূর্বাহ্ণ
27 C
Dhaka

আসছে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক

টেকভিশন২৪ ডেস্ক: রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হিসেবে বিপুল সংখ্যক বাইকপ্রেমীদের মন জয় করে নিয়েছে রয়্যাল এনফিল্ড। কোম্পানিটির তৈরি করা রেট্রো ও মর্ডান-ক্লাসিক বাইকগুলো ইতোমধ্যে বিপুল সাফল্যের দেখা পেয়েছে। এবার নতুন চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানি। খবর সময় নিউজ।

প্রকাশ্যে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক। একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, আসন্ন ইআইসিএমএ (EICMA) ইভেন্টে ২০২৪ সালের নভেম্বর মাসের ৪ তারিখে এই বাইকটি প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে সংস্থাটি। আর মাত্র কয়েক সপ্তাহ পরই বাইকটির দেখা পাবেন মোটরসাইকেলপ্রেমীরা।

সম্প্রতি স্পেনের বার্সেলোনা শহরে কোম্পানিটিকে এই বাইকটি পরীক্ষা করতেও দেখা গেছে। প্রকাশ্যে এসেছে বাইকটির সম্ভাব্য বেশ কিছু হার্ডওয়্যার ও ডিজাইন সংক্রান্ত তথ্য। কী কী চমক থাকতে পারে এই বাইকটিতে?

সূত্রের বরাতে ইকোনমিক টাইমস বলছে, রয়্যাল এনফিল্ডের এই আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেলটিতে ব্র্যান্ডটির সিগনেচার রেট্রো ডিজাইনের ছোঁয়া রয়েছে। কোম্পানির লোগোসহ একটি রাউন্ড এলইডি হেডলাইট দেয়া হয়েছে। নতুন বাইকটির ডিজাইন আগের পেটেন্টের ছবির মতোই। এটিতে একটি স্লিম, লো-স্লাং সিলুয়েট রয়েছে।  

এছাড়াও টেস্ট মডেলটিতে গির্ডার ফর্ক, অ্যালয় হুইল এবং এক্সপোজড রিয়ার ফেন্ডার থাকতে দেখা গেছে। ফলে, বাইকটিতে গ্রাহকরা পরিচিত হলেও একটি ইউনিক লুকসের সুবিধা পেতে চলেছেন। বাইকটিতে গোলাকার ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যাডজাস্টেবল ব্রেক লিভারের মতো একাধিক ফিচার থাকতে পারে যা এটির পেট্রল-চালিত সংস্করণগুলোতেও দেখতে পাওয়া যায়।

এসব ফিচার রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের কথা মনে করিয়ে দেয়। হ্যান্ডেলবারের সঙ্গে মিল রেখে রাউন্ড টার্ন ইন্ডিকেটরের সুবিধাও দেয়া হতে পারে নতুন মডেলে।

এদিকে, বাইকটির টায়ারগুলো তুলনামূলক পাতলা হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে অনুমান করা হচ্ছে, বাইকটি উচ্চমানের পারফরম্যান্স অফার করতে পারে। পিলিয়নে থাকা ফুটপেগ দেখে ধারণা করা হচ্ছে, এটিতে একটি অতিরিক্ত আসনের বিকল্প পাওয়া যেতে পারে। যদিও বাইকটির পরীক্ষামূলক সংস্করণে কোনো অতিরক্ত আসন দেখা যায়নি।

ব্যাটারি রেঞ্জ ও মোটর সংক্রান্ত তথ্য জানার জন্য বাইকটি লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, এই বাইকটি লঞ্চের মাধ্যমে স্পষ্টভাবেই বাজারে একটি বড় চমক দিতে চলেছে রয়্যাল এনফিল্ড। বিশেষজ্ঞরা অনুমান করছেন, রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানিটির এই ইলেকট্রিক বাইকটি ১২০ কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ অফার করতে পারে। অফিশিয়াল লঞ্চের পরে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।

সূত্র: ইকোনমিক টাইমস

এই সপ্তাহের জনপ্রিয়

জাইঝেল-এর পরিবেশক এখন ষ্টার টেক

টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানের বিশ্ববিখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘Zyxel’ এর পরিবেশক...

স্টারটেকের নতুন শোরুম এলিফ্যান্ট রোড মিনিতা প্লাজায়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং...

দেশে অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায়...

সর্বশেষ

এআই টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ...

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

টেকভিশন২৪ ডেস্ক: রোজা উপলক্ষ্যে ১ টাকায় বাইক জেতার সুযোগসহ...

শিগগিরই প্রোগ্রামারদের স্থান নেবে না এআই: আইবিএম সিইও

টেকভিশন২৪ ডেস্ক: আইবিএমের প্রধান নির্বাহী অর্জিন্দ কৃষ্ণা বলেছেন, কৃত্রিম...

অনলাইনে ব্যবসা পরিচালনায় হাইকোর্টের ৯ নির্দেশনা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img