টেকভিশন২৪ ডেস্ক : আমেরিকার সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার ক্রিপ্টোকারেন্সির পক্ষে কথা বললেন। গত শনিবার আমেরিকার ন্যাশভিলে অনুষ্ঠিত বিটকয়েন ২০২৪ কনভেনশনে দেয়া নিজের বক্তব্যে তিনি আশ্বাস দিয়েছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোসহায়ক রেগুলেশন তৈরি করবেন এবং ক্রিপ্টোকারেন্সিতে আমেরিকাকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসবেন। খবর রয়টার্স ও আইটিভি।
বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির পক্ষে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ক্রিপ্টো ও বিটকয়েন প্রযুক্তিকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে চায়না করবে, বা অন্যকোনো দেশ করবে। চায়না আধিপত্য বিস্তার করবে, এবং আমরা তাদেরকে আধিপত্য বিস্তার করতে দিতে পারি না। তারা এই দিকে অনেকটাই এগিয়ে গেছে।”
তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, নির্বাচিত হলে ক্রিপ্টো সম্পর্কিত রাষ্ট্রপতির একটি উপদেষ্টা কাউন্সিল তৈরি করবেন তিনি। পাশাপাশি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সরকারের হাতে যে বিটকয়েন রয়েছে- যার একটি বড় অংশই বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে- সেগুলো নিয়ে একটি জাতীয় ‘মজুদ’ তৈরি করার কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ক্রিপ্টোকারেন্সির পক্ষে ট্রাম্পের বক্তব্য প্রচারিত হওয়ার পর গত দু’দিনে প্রতি বিটকয়েনের মূল্য প্রায় ২০০০ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ৬৯৫০৬ ডলারে পৌঁছেছে।


