রবিবার, ১১ মে, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
38 C
Dhaka

১০ হাজার শিক্ষার্থী নিয়ে ৬ষ্ঠ বিডিজেএসও ২০২০ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: রোববার বিকেল তিনটায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ষ্ঠ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২০) অনলাইন আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়াডের জন্য প্রায় ১০ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করে। দেশের সকল জেলা হতে তৃতীয় থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একটি অনলাইন পাল্টফর্মে একত্রিত হয়ে এই অলিম্পিয়ডে অংশগ্রহণ করে। অনলাইন আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এই অলিম্পিয়াড ষষ্ঠবারের মতো এই  অলিম্পিয়াড আয়োজন করছে। করোনা মহামারীর কারণে এবারের অলিম্পিয়াড সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে দুপুর একটায় ৬ষ্ঠ বিডিজেএসওর উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে আয়োজিত হয়। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক  সাজ্জাদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান। তিনি বলেন, শিক্ষার্থীদের বেশি বেশি প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্তাজিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কান্ট্রি কোঅর্ডিনেটর অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী।

তিনি ৬ষ্ঠ বিডিজেএসওর সার্বিক দিক তুলে ধরে বলেন, এবছর দশ হাজার একশত চৌদ্দজন শিক্ষার্থী আঞ্চলিক অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে ঢাকা শহরের শিক্ষার্থী ২৫ শতাংশ। বাকি ৭৫ শতাংশ বিভিন্ন শহর, উপশহর ও গ্রাম থেকে অংশগ্রহণ করছে। ছেলে ও মেয়ের অনুপাতে মেয়ে শিক্ষার্থী ৩৬ শতাংশ। যেটিকে তুলনামূলক কম। মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন। এছাড়া উপস্থিত ছিলেন আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান জনসংযোগ কর্মকর্তা জালাল আহমেদ। তিনি বিডিজেএসও-র সঙ্গে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে যুক্ত করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

আজ বিডিজেএসও-র আঞ্চলিক অলিম্পিয়াডে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে মাধ্যমিক বিভাগের ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা যাচাই করা হয়।

বিডিজেএসও-তে প্রতি বছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের একটি পুর্নাঙ্গ আইজেএসও বাংলাদেশ দল গঠন করার জন্য আয়োজন করা হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। এবছর করোনা পরিস্থিতির কারণে ডিসেম্বরে জার্মানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আইজেএসও ২০২০ স্থগিত করা হয়েছে। অপরদিকে ছয় সদস্যের এই দল গঠনের জন্য ২০১৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)।

শিক্ষার্থীদের মাঝে বিডিজেএসওর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই বছর কোনো ভেন্যুতে অলিম্পিয়াড আয়োজন না করে অনলাইনে বিডিজেএসও আয়োজন করা হয়েছে। এবছর বিডিজেএসওর বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।

অনলাইনে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে চারটি ক্যাটাগরিতে⎯প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ-১২শ, ১ জানুয়ারি ২০০৬-এর পর যাদের জন্ম) আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বিডিজেএসও-২০২০ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া সহযোগি হিসেবে প্রথম আলো, নলেজ পার্টনার ম্যাসল্যাব, রেডিও পার্টনার ঢাকা এফএম 90.4, ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.org এই ওয়েবসাইটে। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করা যাবে info@bdjso.org এই ইমেইলে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

এআইনির্ভর গ্রাহক সেবা চালু করেছে এয়ারবিএনবি

টেকভিশন২৪ ডেস্ক: এয়ারবিএনবি অনেকটা চুপিসারেই যুক্তরাষ্ট্রে চালু করেছে তাদের...

সর্বশেষ

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি...

ই-ক্যাব নির্বাচনে ‘টিম ইউনাইটেড’ প্যানেল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের...

বিপ্রপার্টি ও রূপায়ন গ্রুপের অংশীদারিত্বের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি বিপ্রপার্টি ডটকম...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img