রবিবার, ১১ মে, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ
38 C
Dhaka

ক্রস বর্ডার পলিসি বিষয়ক ১৩টি সমস্যা সরকারকে অবহিত করেছে ই-ক্যাব: শমী কায়সার

টেকভিশন২৪ ডেস্ক: ক্রসবর্ডার ই-কমার্স পলিসি নিয়ে কর্মশালার আয়োজন করেছে ই-ক্যাব। ১৫ অক্টোবর ২০২২ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে স্টেক হোল্ডারদের সমন্বয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিও টি ও সেল এর মহাপরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব হাফিজুর রহমান এবং উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এএইচএম শফিকুজ্জামান।

দেশে ই-কমার্স ব্যবসার প্রসার হলেও নানাবিধ প্রতিবন্ধকতার কারণে রপ্তানীমূখী ই-কমার্স তথা ক্রস বর্ডার ই-কমার্স প্রসার লাভ করছেনা। বিগত ১ বছরের বেশী সময় ধরে এই বিষয়টি সরকারের নজরে আনতে সক্ষম হয় ই-ক্যাব। ই-ক্যাবের পক্ষ থেকে রপ্তানী ও আমদানী নির্ভর ই-কমার্সের সমস্যা ও সম্ভাবনার কথা বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক বিভাগ ও আইসিটি বিভাগসহ বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হয়। সর্বশেষ কয়েকমাস আগে বাণিজ্য মন্ত্রণালয়ে ক্রস বর্ডার ই-কমার্স নিয়ে একটি পলিসি তৈরীর বিষয়ে একমত হয় এবং পলিসি সংক্রান্ত ড্রাফ্ট তৈরীতে একটি কমিটি গঠন করে।

উক্ত কমিটি প্রাথমিক প্রস্তাবনা তৈরীর জন্য ই-ক্যাবকে দায়িত্ব প্রদান করে। তারই ফলশ্রুতিতে প্রাথমিক গবেষণা ও খাত সংশ্লিষ্ঠদের মতামত নেয়ার পর এই কর্মশালা আয়োজন করা হয়।

হাফিজুর রহমান বলেন, আন্তজাতিক আইনের সাথে সমন্বয় ও অন্যান্য দেশের পলিসির সাথে সমন্বয় করে এই পলিসি প্রনয়ন করার মাধ্যমে বিদেশের বাজারে বাংলাদেশী পন্যের অনলাইন প্রবেশ সহজ হবে।

ভোক্তা অধিকার এর মহাপরিচালক বলেন, আমদানী রপ্তানী বাণিজ্যের সাথে সরকারের বিভিন্ন দপ্তর সরাসরি যুক্ত রয়েছে। সকল পক্ষকে যুক্ত করে একটি যুগোপযোগী নীতিমালা তৈরী করে বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করা যেতে পারে।

ভার্চুয়ালী সভায় যুক্ত হয়ে ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, ই-ক্যাবের দৃষ্টিতে আসার পর থেকে ই-ক্যাব ক্রস বর্ডার সমস্যা নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে এই খাতের ১৩টি সমস্যা চিহ্নিত করে এই বিষয়ে করনীয় সম্পর্কে সরকারকে অবহিত করেছে ই-ক্যাব।

ক্রস বর্ডার ই-কমার্সের বিভিন্ন দিক তুলে ধরেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল।

এছাড়া ৪০ জন অংশগ্রহণকারীও তাদের মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অংশ নেন দেশে বিদেশে ক্রসবর্ডার ব্যবসার সাথে জড়িত উদ্যোক্তাগণ।

কর্মশালা পরিচালনা করেন আইসোশ্যাল এর সিইও অনন্য রায়হান, তাকে সহযোগিতা করেন ডেটাসেন্সের আইনান তাজরীয়ান ও ই-ক্যাবের ডেপুটি জেনারেল ম্যানেজার ফারহাত মাহজাবিন সামিরা।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

এআইনির্ভর গ্রাহক সেবা চালু করেছে এয়ারবিএনবি

টেকভিশন২৪ ডেস্ক: এয়ারবিএনবি অনেকটা চুপিসারেই যুক্তরাষ্ট্রে চালু করেছে তাদের...

সর্বশেষ

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি...

ই-ক্যাব নির্বাচনে ‘টিম ইউনাইটেড’ প্যানেল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের...

বিপ্রপার্টি ও রূপায়ন গ্রুপের অংশীদারিত্বের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি বিপ্রপার্টি ডটকম...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img