পিকাবুর বেস্ট-সেলিং স্মার্টফোন রিয়েলমি

0
74

টেকইকম ডেক্স : বাংলাদেশ স্মার্টফোনের বাজারে প্রবেশের মাত্র কয়েক মাসের মধ্যেই ট্রেন্ডসেটিং ডিজাইনে শক্তিশালী ডিভাইজের কারণে সকলের পছন্দের নাম হয়ে উঠেছে বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গেল রজমান মাসে কোম্পানিটি দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট পিকাবুতে লঞ্চ করল দুটি স্মার্টফোন – রিয়েলমি ফাইভ আই এবং রিয়েলমি সি থ্রি। দুটি ফোনই নিজ নিজ মূল্য সেগমেন্টে অনলাইনে রেকর্ডসংখ্যক অর্ডার পায় এবং স্মার্টফোন ব্র্যান্ডটি রমজান ২০২০ এ পিকাবুর বেস্ট সেলিং স্মার্টফোন ব্র্যান্ডের স্বীকৃতি লাভ করে।

গত ৭ মে, ২০২০ – এ রিয়েলমি তাদের ফাইভ আই স্মার্টফোনটি লঞ্চ করে এবং কয়েক ঘন্টার মধ্যেই ১,০০০ ইউনিট এর বেশি বিক্রির মাধ্যমে এই মূল্য সেগমেন্টে ‘পিকাবুতে সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোন’ হিসেবে স্বীকৃতি পায়। ‘কোয়াড ক্যামেরা ব্যাটারি কিং’ নামে ব্যাপকভাবে প্রশংসিত ফাইভ আই এর রিয়ার কোয়াড ক্যামেরা সেটাপ এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারির জন্য জনপ্রিয়তা লাভ করে।

কোয়াড ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ১১৯° আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ম্যাক্রো লেন্স। উন্নততর অ্যালগরিদম, নাইটস্কেপ ২.০ এবং চমৎকার স্ট্যাবিলাইজেশনের কারণে ফটোগ্রাফি হবে আরো সহজ। ৪ গিগাবাইট র‍্যাম ও ১১ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর, উন্নত গেমিং এক্সপেরিয়েন্সের অন্য তৃতীয় জেনারেশনের কোয়ালকম এআই ইঞ্জিনসহ ২.০ গিগাহার্টজের অপারেটিং গতির স্মার্টফোনটি ফরেস্ট গ্রীন এবং অ্যাকুয়া ব্লু এ দুটি রঙে আত্র ১২,৯৯০ টাকায় পিকাবুতে পাওয়া যাচ্ছে।

পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার এ বিষয়ে বলেন, “বাংলাদেশে তরুণদের মাঝে রিয়েলমি ব্যাপক সাড়া পাচ্ছে। তাদের এ সাফল্যে আমরাও আনন্দিত। রিয়েলমির প্রতিটি স্মার্টফোনই চোখ ধাঁধানো ডিজাইন ও আধুনিক সব ফিচারের সমন্বয় থাকায় অল্প সময়ের মধ্যেই সবার মাঝে জনপ্রিয়তা অর্জন করছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here