শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪১ অপরাহ্ণ
31 C
Dhaka

ওয়ানপ্লাস বাডস জেড২ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: ভারতে বাডস জেডটু ইয়ারফোন উন্মোচন করল ওয়ানপ্লাস, থাকছে ৩৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ভারতে ওয়ানপ্লাস বাডস জেড২ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। আগামী ১৮ জানুয়ারি থেকে এটি অ্যামাজন, ফ্লিপকার্ট ও কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। 

শুক্রবার ওয়ানপ্লাস তাদের শীতকালীন লঞ্চ ইভেন্টে ভারতে আনল OnePlus Buds Z ইয়ারফোনের উত্তরসূরি OnePlus Buds Z2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। এই ইয়ারফোনটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে এসেছে। একবার চার্জে এটি ৩৮ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। উন্নততর সাউন্ড কোয়ালিটির জন্য এতে দেওয়া হয়েছে ১১ এমএম ডায়নামিক ড্রাইভার। চলুন OnePlus Buds Z2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

ভারতে ওয়ানপ্লাস বাডস জেড২ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। আগামী ১৮ জানুয়ারি থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং পার্টনার স্টোর ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্টে ব্ল্যাক এবং হোয়াইট কালারে পাওয়া যাবে ইয়ারবাডটি।

ওয়ানপ্লাস বাডস জেড২ ইয়ারফোনটি ১১ এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে। এতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার, যা ৪০ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। যদিও এর পূর্বসূরী ওয়ানপ্লাস বাডস জেড মডেলে এই ফিচারটি অনুপস্থিত। এছাড়া নবাগত ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ভি৫.২ এবং এটি ৯৪ এমএএস ল্যাটেন্সি অফার করতে সক্ষম। এছাড়া এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার ব্যবহার এবং কল করার জন্য তিনটি ইনবিল্ট মাইক্রোফোন উপলব্ধ।

নতুন ওয়ানপ্লাস বাডস জেড২ ইয়ারফোনে দেওয়া হয়েছে ট্রান্সপারেন্সি মোড, যা ব্যবহারকারীকে তার চারপাশের আওয়াজ শুনতে সাহায্য করবে। তদুপরি, কল ম্যানেজমেন্ট এবং গান শোনার জন্য এতে রয়েছে বেসিক টাচ কন্ট্রোল। এছাড়া, জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি আইপি৫৫ রেটিং সহ এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য বাডগুলিতে দেওয়া হয়েছে ৪০ এমএইচ ব্যাটারি, যা ৭ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। এর চার্জিং কেসে রয়েছে ৫২০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, চার্জিং কেস সমেত ইয়ারবাডটিকে ৩৮ ঘন্টা ব্যবহার করা যাবে। -টেকগাপ অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

সর্বশেষ

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১...

ঢাকায় নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য নিয়ে ৩দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় তিন...

শায়লা শারমিন ‘এপনিক পলিসি সিগ’ এর কো-চেয়ার পদে পূনঃনির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: গত ৪-১১ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক...

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪২ বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং এবং সিভিল...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img