ড্রোন ব্যবহারের মাধ্যমে মশা নিধনের অভিনব উদ্যোগ গাজীপুর মেয়রের

0
241

এমন অনেক বাড়ি ও দুর্গম জায়গা আছে, যেখানে মশা মারতে পৌঁছতে পারেন না কর্মীরা। সেই সব ক্ষেত্রে ড্রোন উড়িয়ে ছবি তোলা হবে জায়গাটির। প্রয়োজনে ছড়ানো হবে রাসায়নিকও।

মশার লার্ভার খোঁজ করে সেগুলোর বিনাশ করতে এবার ড্রোন একটি ড্রোন সংগ্রহ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। ডেঙ্গুর বিস্তাররোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

ছবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম

এছাড়া ডেঙ্গু প্রকোপ থেকে দেশকে মুক্ত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১৫০টি জার্মান ও আমেরিকান ফগার মেশিনের সাহায্যে গাজীপুরের ৫৭টি ওয়ার্ডের প্রত্যেকটি পাড়া-মহল্লায় মশক নিধন কার্যক্রম চলছে।

এডিস মশা নিধনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরীক্ষিত এই ওষুধ আমদানি করা হয়েছে। ঢাকাসহ অন্য সিটিতেও জরুরিভাবে এই ওষুধের প্রয়োজন হলে বিনামূল্যে তা সরবরাহ করে ডেঙ্গু মশা নিধনে সহযোগিতা করা হবে। যে কেউ এই ওষুধের মান যাচাই করতে চাইলে আমরা তাতেও সহযোগিতা করব। নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য তিনি সবার সহযোগিতা চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here