রবিবার, ১১ মে, ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
34 C
Dhaka

৪-জি সেবায় এগিয়ে থেকে মুনাফা নিয়ে ২০২১ শেষ করল রবি

টেকভিশন২৪ ডেস্ক: মোট গ্রাহকের ৪৪ দশমিক ৪ শতাংশ ৪-জি গ্রাহক নিয়ে ২০২১ সালে  ফোরজি সেবায় নেতৃত্ব আরো সুসংহত করেছে রবি। ২০২১ সালে রবি’র মোট গ্রাহকের ৭৩ দশমিক ৭ শতাংশ গ্রাহকই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। আজ ২০২১ সালের আর্থিক ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে অপারেটরটি।   

রবি ১৪ হাজার ৮২২টি ফোরজি সাইট দিয়ে ৯৮ দশমিক ১ শতাংশ গ্রাহকের জন্য ফোরজি কভারেজ নিশ্চিত করেছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে প্রতি মাসে গ্রাহক প্রতি ডাটা ব্যবহারের পরিমাণ ৪১ দশমিক ১ শতাংশ বেড়েছে । ২০২১ সালে রবির ডাটা ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৪জিবি ডাটা ব্যবহার করেছেন।  

২০২০ সালের তুলনায় ২০২১ সালে রবির গ্রাহক সংখ্যা ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫ কোটি ৩৭ লাখে পৌঁছেছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৭ শতাংশ। একইসাথে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ডাটা গ্রাহক সংখ্যা ১২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ কোটি ৯৬ লাখে পৌঁছেছে এবং রবির ফোরজি গ্রাহক সংখ্যা ৪৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ৩৮ লাখে পৌঁছেছে।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ২ হাজার ৪৬ কোটি টাকাসহ বছর শেষে রবির মোট আয় ৮ হাজার ১৪২ কোটি টাকা। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে রবির আয় বৃদ্ধির হার ৭ দশমিক ৬ শতাংশ। গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২১ সালের একই প্রান্তিকে রবির আয় বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

২০২০ সালের তুলনায় ২০২১ সালে ভয়েস সেবায় রবির আয় বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮ শতাংশ । ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২১ সালের একই প্রান্তিকে ভয়েস সেবা থেকে আয়ের হার ১১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এক নজরে ২০২১: (জানুয়ারি- ডিসেম্বর)

  • সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৩৭ লাখ যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৭ শতাংশ
  • ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯৬ লাখ যা রবি’র মোট গ্রাহকের ৭৩ দশমিক ৭ শতাংশ- এ খাতে যা সর্বোচ্চ
  • মোট আয়ের পরিমাণ ৮ হাজার ১৪২ কোটি টাকা যা গত বছরের (২০২০) তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ বেশি
  • ৪০ দশমিক ৬ শতাংশ মার্জিনসহ আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এবং এমরটাইজেশন (ইবিআইটিডিএ) ৩ হাজার ৩০৮ কোটি টাকা
  • শেয়ার প্রতি আয় (ইপিএস): দশমিক ৩৪ টাকা যা গত বছরের (২০২০) তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি
  • মূলধনী বিনিয়োগ ১ হাজার ৮৮৪ কোটি টাকা
  • কর পরবর্তী মুনাফা (পিএটি): ১৮০ কোটি টাকা যা গত বছরের (২০২০) তুলনায় ১৬ দশমিক ১ শতাংশ বেশি
  • রাষ্ট্রীয় কোষাগারে জমা ৪ হাজার ৫৭৫ কোটি টাকা, যা রবির ২০২১ সালে অর্জিত আয়ের ৫৬ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে ডাটা সেবায় ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আয় বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ এবং ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২১ সালের একই প্রান্তিকে ডাটা সেবায় আয় বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ৪৯৯ কোটি টাকা মূলধনী বিনিয়োগসহ বছর শেষে রবির মূলধনী বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৪ কোটি টাকায়।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ১৩ কোটি টাকা কর পরবর্তী (পিএটি) মুনাফাসহ ১৮০ কোটি টাকা পিএটি নিয়ে বছর শেষ করে রবি । ২০২০ সালের তুলনায় ২০২১ সালে পিএটি বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ১ শতাংশ। তবে ২ শতাংশ ন্যূনতম করের বাধা না থাকলে পিএটি’র পরিমাণ হতো ৩৪৩ কোটি টাকা।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ইবিএআটিডিএ ছিল (৩৮ দশমিক ২ শতাংশ মার্জিনসহ) ৭৮১ কোটি টাকা, যা ২০২১ সালে (৪০ দশমিক ৬ শতাংশ মার্জিনসহ) ৩ হাজার ৩০৮ কোটি টাকায় পৌঁছেছে। ২০২০ সালের তুলনায় এটি ২ দশমিক ৭ শতাংশ বেশি।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ২০৫ কোটি টাকা, যা ওই প্রান্তিকের মোট আয়ের ৫৮ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ২০২১ সালে রাষ্ট্রীয় কোষাগারে মোট ৪ হাজার ৫৭৫ কোটি টাকা জমা দিয়েছে রবি যা ওই বছরের মোট আয়ের ৫৬ দশমিক ২ শতাংশ।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ০২ টাকা এবং পুরো বছরের  ইপিএস ছিল দশমিক ৩৪ টাকা, যা ২০২০ সালের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি।

রবির পরিচালনা পর্ষদ ২% হারে চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে (অর্থাৎ শেয়ার প্রতি ০.২০ টাকা)। অতএব, ৩% অন্তর্বর্তী নগদ লভ্যাংশ সহ, ২০২১ সালে দেওয়া মোট নগদ লভ্যাংশ হলো ৫% (অর্থাৎ শেয়ার প্রতি ০.৫০ টাকা), যা ২০২১-সালের পিএটি-এর ১৪৫.৩%। ১৫ই মার্চ, ২০২২ অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবির ২৬তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৮ এপ্রিল, ২০২২ অনুষ্ঠিত হবে।

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও, এম রিয়াজ রশীদ বলেন,“ মার্কেটে আমাদের প্রবৃদ্ধির কৌশল ধারাবাহিকভাবে কাজ করায় আমরা আনন্দিত। ২০২১-সহ টানা তিনবছর রবি টেলিকম খাতে সর্বোচ্চ আয় বৃদ্ধির হার নিশ্চিত করেছে। ফোরজিতে রবির আধিপত্য প্রমাণ করে যে উদ্ভাবনকে পুঁজি করে ডিজিটাল রূপান্তরে যাত্রায় সঠিক পথেই রয়েছি আমরা।“

মুনাফার প্রসঙ্গে তিনি বলেন, “২০২১ সালে মুনাফা অর্জন করতে পারলেও ২ শতাংশ ন্যূনতম করের ফলে গুরুতর ক্ষতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এই অযৌক্তিক করের বাধ্যবাধকতা না থাকলে আমাদের মুনাফা ১৮০ কোটি টাকার পরিবর্তে ৩৪৩ কোটি টাকা হতো। অন্য কথায়, ২ শতাংশ ন্যূনতম কর প্রত্যাহার করা হলে আমরা ২০২১ সালে আমাদের শেয়ারহোল্ডারদের জন্য ১৬৩ কোটি টাকা বেশি মুনাফা করতে পারতাম।“

২০২১ সালে লক্ষ্যণীয় ডাটা মূল্য হ্রাসের কথা তুলে ধরে তিনি বলেন, ”নেটওয়ার্কে মোট ডাটা ব্যবহার অনুযায়ী, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে রবির ডাটা ট্র্যাফিক ৬০ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। তবে প্রতিযোগিতামূলক বাজারের কারণে  ২০২০ সালের তুলনায় ২০২১ সালে প্রতি মেগাবাইট (এমবি) ডাটার গড় মূল্য ২৯ দশমিক ৮ শতাংশ কমেছে।তাই ডাটা ট্র্যাফিক ৬০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি সত্ত্বেও ২০২০ সালের তুলনায় ২০২১ সালে রবির আয় মাত্র ১১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।“

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

এআইনির্ভর গ্রাহক সেবা চালু করেছে এয়ারবিএনবি

টেকভিশন২৪ ডেস্ক: এয়ারবিএনবি অনেকটা চুপিসারেই যুক্তরাষ্ট্রে চালু করেছে তাদের...

সর্বশেষ

রোবোট্যাক্সি উৎপাদন বাড়াতে যাচ্ছে অ্যামাজনের জুক্স

টেকভিশন২৪ ডেস্ক: রোবোট্যাক্সির বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আগামী...

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি...

ই-ক্যাব নির্বাচনে ‘টিম ইউনাইটেড’ প্যানেল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img