টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: স্মার্টফোনে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বাজারে আসা মাত্রই এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির চার্জিং প্রযুক্তি। এর মাধ্যমে একটি ফোন শতভাগ চার্জ হতে সময় লাগবে মাত্র ৮ মিনিট। বর্তমান বাজারে সর্বোচ্চ ২০০ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, আইকিউওও নামে চীনা কনজ্যুমার ইলেকট্রনিক্স কোম্পানি এটি বাজারে নিয়ে এসেছে।
ইতোমধ্যে ২১০ ওয়াটের বিদ্যুৎ পরিবহনে সক্ষম চার্জারকে সার্টিফিকেট দিয়েছে শাওমি। এখন শুধু বাজারে আসার অপেক্ষা। ৮ মিনিটে শতভাগ চার্জ হবে ৪ হাজার এমএএইচ ব্যাটারির ফোন। ব্যাটারির আকার বড় হলে, এই সময়সীমা পরিবর্তন হতে পারে।