মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’

টেকভিশন২৪ ডেস্ক: স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠাতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি তাদের প্রথম পরিধেয় স্মার্ট রিং (আংটি) গ্যালাক্সি রিং-এর উন্মোচন করতে যাচ্ছে।

গত মাসে ক্যালিফোর্নিয়ায় গ্যালাক্সি এস২৪ স্মার্টফোন সিরিজ লঞ্চের সময় আংটিটির একটি ঝলক দেখানো হয়। তবে দর্শকরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এবার সামনাসামনি আংটিটির খুঁটিনাটি পরখ করে দেখার সুযোগ পাবেন। ২০২৪ সালের শেষের দিকে গ্যালাক্সি রিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রোববার এক বিবৃতিতে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, গ্যালাক্সি রিং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীদের আরও ব্যক্তিগত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেবে। 

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণকারীরা, গ্যালাক্সি এস২৪ এর সাথে স্মার্ট ওয়াচ গ্যালাক্সি ওয়াচ-৬ (সিক্স) কানেক্ট করার পর নতুন হেলথ ফিচারগুলোও দেখতে পারবেন। চলতি বছরের শেষের দিকে এই ফিচারগুলো জনসমক্ষে আনার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের।

স্মার্টফোন এবং স্মার্টওয়াচগুলোতে এখন হৃৎপিণ্ডের স্পন্দন কিংবা শরীরের তাপমাত্রা পরিমাপের মতো হেলথ ট্র্যাকিং ফিচার যুক্ত থাকে। স্যামসাং, অ্যাপল এবং গুগলের মতো টেক কোম্পানিগুলো গ্রাহকদের নিকট তাদের পণ্য আকৃষ্ট করতে এবং গ্রাহকদের আগ্রহী রাখতে এই ফিচারগুলো আরও উন্নত করতে মনোনিবেশ করছে।

বিশেষ সেন্সর তৈরি করতে বর্তমানে কাজ করছে প্রতিষ্ঠানগুলো। অ্যাপল এমন একটি ডিভাইস তৈরি করছে যা ব্যবহারকারীদের ত্বকে ছিদ্র করা ব্যতীতই সেন্সরের মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রা পরিমাপ করতে পারে। এই উদ্ভাবনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জীবনকে আরও সহজ করে দেবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন