বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
29 C
Dhaka

বিশ্বজুড়ে সংযুক্ত করতে রুরাল টু ন্যাশনাল ই-কমার্স ইকোসিস্টেমের ওপর নজর দিতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ই-কমার্স-জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে বলেন এ কার্যক্রম বিশ্বজুড়ে সংযুক্ত করতে রুরাল টু গ্লোবালের আগে রুরাল টু ন্যাশনাল ই-কমার্স ইকোসিস্টেমের ওপর নজর দিতে হবে । এর ফলে ই-কমার্স পণ্যের বিপণন এবং সরবরাহ বাণিজ্য সহজ হবে।

প্রতিমন্ত্রী আজ ডিজিটাল প্লাটফর্মে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) কতৃক আয়োজিত ‘‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’’ এ “ক্রস বর্ডার পলিসি, ট্রেড চ্যালেঞ্জেস এন্ড অপর্চুনিটি” বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার কারণেই দেশের সাড়ে ১১ কোটি কনজ্যুমার ই-কমার্সের সাথে যুক্ত হতে পেরেছে।

তিনি বলেন পণ্য উৎপাদনকারী ও ক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করতে আইসিটি বিভাগের এটুআই এর উদ্যোগে এক-পে,এক- সেবা ও এক-শপ এ ৩টি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যেকোনো সেবা কিংবা পণ্য লেনদেন করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি ই-কমার্স উদ্যোক্তাদের এ প্লাটফর্ম সমূহ ব্যবহার করার আহ্বান জানান।

এসময় ই-গভর্নমেন্টই গুড গভর্নেন্স উল্লেখ করে মানুষের চাহিদা পূরণে ই-কামর্স একটি যুগপৎ ঠিকানা বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী ন্যূনতম মূল্যে বিমানে ই-কমার্সের পণ্য পরিবহন এবং ইক্যুইটি শেয়ার মডেলে ই-ক্যাব সদস্যভুক্ত শতাধিক উদ্যোক্তাদের এক কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তার আশ্বাস দেন। তিনি দেশের প্রতিটি পরিবারকে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরেন । 

এছাড়াও তিনি উন্নত অর্থনীতির ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

ই -ক্যাব এর সভাপতির শমী কায়সারের সভাপতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.জাফর উদ্দিন,

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউ টি ও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, এটুআই এর পলিসি এডভাইজার আনির চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর কাহার মোহাম্মদ নাছের, বাংলাদেশ ইনভেসমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এর ডিজি শাহ মোহাম্মদ মাহবুব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির , ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর বি এম মাইনুল হোসেন প্রমূখ।

সকালে ই-কমার্স আয়োজিত পলিসি কনফারেন্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

এই সপ্তাহের জনপ্রিয়

স্টারটেকের নতুন শোরুম এলিফ্যান্ট রোড মিনিতা প্লাজায়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং...

জাইঝেল-এর পরিবেশক এখন ষ্টার টেক

টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানের বিশ্ববিখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘Zyxel’ এর পরিবেশক...

দেশে অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায়...

সর্বশেষ

ন্যাশনাল ডেটা অথরিটি তৈরি হলে কর্মসংস্থানের সৃষ্টি হবে: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: এনআইডি সেবা উন্নত করতে বর্হিবিশ্বের মতো স্বতন্ত্র...

এআই টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ...

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

টেকভিশন২৪ ডেস্ক: রোজা উপলক্ষ্যে ১ টাকায় বাইক জেতার সুযোগসহ...

শিগগিরই প্রোগ্রামারদের স্থান নেবে না এআই: আইবিএম সিইও

টেকভিশন২৪ ডেস্ক: আইবিএমের প্রধান নির্বাহী অর্জিন্দ কৃষ্ণা বলেছেন, কৃত্রিম...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img