বিটিআরসিকে দ্বিতীয় কিস্তির টাকা দিল রবি

0
140

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ২য় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি। আদালতের নির্দেশ অনুযায়ী এ টাকা পরিশোধ করা হয়।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিটিআরসির মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান।

তিনি জানান, চলতি মাসের মাঝামাঝিতে রবি ২য় কিস্তির টাকা পরিশোধ করেছে!

গত ৫ জানুয়ারি বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। পাঁচ মাসের মধ্যে পাঁচ কিস্তিতি এ টাকা পরিশোধ করতে বলেন আদালত। অন্যথায় বিটিআরসি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে আদেশ দেন আদালত।

টেকইকম ডেক্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here