বন্যার সাতদিন আগেই পূর্বাভাস দেবে গুগলের এআই প্রযুক্তি

বন্যার সাতদিন আগেই পূর্বাভাস দেবে গুগলের এআই প্রযুক্তি
বন্যার সাতদিন আগেই পূর্বাভাস দেবে গুগলের এআই প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: সাধারণত প্রাকৃতিক দুর্যোগ বন্যার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর আগাম পূর্বাভাসের কোনো ব্যবস্থা নেই। এবার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে নদীর আশপাশের এলাকায় বন্যার পূর্বাভাস দেয়ার প্রযুক্তি তৈরি করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

বন্যার প্রায় সাতদিন আগে সতর্কবার্তা দিতে পারবে গুগলের এআইনির্ভর প্রযুক্তি। সম্প্রতি বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে এ প্রযুক্তির তথ্য উঠে এসেছে। খবর এনগ্যাজেট।

গুগল তাদের এআই মেশিন লার্নিং মডেলকে নদী-সংক্রান্ত ঐতিহাসিক ঘটনা, নদী স্তরের রিডিং, উচ্চতা ও ভূখণ্ডের রিডিংসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বন্যার পূর্বাভাসবিষয়ক এ প্রযুক্তিটি তৈরি করেছে। এছাড়া গুগল স্থানীয় মানচিত্রের মাধ্যমে নদী যেসব এলাকায় আছে সেসব স্থানে বন্যার ভার্চুয়াল সিমুলেশন চালিয়েছে। এর মাধ্যমে এআই মডেলটি আসন্ন বন্যার সঠিক পূর্বাভাস করার জন্য প্রশিক্ষিত হয়েছে।

আপাতত গুগলের বন্যার পূর্বাভাসের এআই প্রযুক্তিটি নির্দিষ্ট কিছু এলাকার জন্য চালু করা হলেও গুগল আশা করছে আগামীতে এ প্রযুক্তি বিশ্বব্যাপী বন্যা পূর্বাভাস করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

যদিও গুগলের এ প্রযুক্তিটির মাধ্যমে প্রতিবার সাতদিন আগে বন্যার পূর্বাভাস দিতে পারেনি। তবে গড়ে প্রায় পাঁচদিন আগে পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে। গুগল জানিয়েছে, এ প্রযুক্তির মাধ্যমে গুগল প্রায় ৮০টি দেশের বন্যার সঠিক পূর্বাভাস প্রদান করতে সক্ষম হয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন