টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই অভ্যুথান উপলক্ষ্যে ঢাবিতে এ বছর ভর্তি হওয়া ২৪-২৫ সেশন ও আগের বছর ভর্তি হওয়া ২৩-২৪ সেশন এর শিক্ষার্থীদের জন্য এআই এ রেবোটিক্সের উপর সেমিনারের আয়োজন করেছেন জসীমউদ্দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ তানভীর বারী হামিম।
ওই শিক্ষার্থীর প্রতিষ্ঠিত সংগঠন কমল মেডিএইড, ঢাবির উদ্যোগে সেমিনারটি আগামী ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সেমিনারটিতে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১৫ জুলাইয়ের এর মধ্যে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে সার্টিফিকেট।
বিষয়ে তানভীর বারী হামিম জানান-“ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের গবেষনা নির্ভর ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এ সেমিনারটি ভূমিকা রাখবে। সেমিনারটি পরিচালনা করবেন দেশের বিখ্যাত এআই ও রোবোট ইন্জিনিয়ারগণ যারা বয়সে ছোট হলেও দেশের সুনাম ও সম্মান রক্ষা করে চলছে। এ সেমিনারে ১০টির অধিক রোবট প্রদর্শিত হবে।”