শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ
28 C
Dhaka

জিপিতে কার্ডবিহীন কিস্তিতে দেশের প্রথম ডিভাইস-বান্ডেল অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন তাদের সহযোগী পামপে-এর সাথে পার্টনারশিপ সম্প্রসারণ করেছে। এই পার্টনারশিপের আওতায় দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডিভাইস-বান্ডেল কেনায় কার্ডবিহীন কিস্তি সুবিধা। এই সুবিধার মাধ্যমে ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন কিনতে পারবেন। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় দীর্ঘমেয়াদি ডেটা ও ভয়েস প্যাকেজসহ সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ।

আজ রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর এবং হেড অব ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং পামপে’র চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিতে সই করেন। এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পামপে’র পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং, চিফ সেলস অফিসার জ্যাক ঝা এবং অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ।

এই উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকরা এখন দুটি দীর্ঘমেয়াদি কম্বো বান্ডেল থেকে বেছে নেয়ার সুযোগ পাবেন। শুধু পামপে প্ল্যাটফর্মের মাধ্যমে ৩,৯৯৬ টাকায় ২২৫ জিবি ডেটা ও ৪,৫০০ মিনিট এবং ৪,৯৯৬ টাকায় ৩৬০ জিবি ডেটা ও ৬,৩০০ মিনিটের এ দুটি বান্ডল উপভোগ করতে পারবেন গ্রাহকরা । উভয় বান্ডেলের মেয়াদ ২৭০ দিন।

পামপে রিটেইল পার্টনারের মাধ্যমে বা গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা এখন আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে (ইএমআই) কিনতে পারবেন, সাথে থাকছে পছন্দের গ্রামীণফোন বান্ডেল। বান্ডেলটি পুরো মেয়াদের জন্য তাৎক্ষণিকভাবে চালু হবে এবং পামপে অ্যাপের মাধ্যমে কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এই প্রক্রিয়ায় গ্রাহকের মূল ব্যালেন্সে কোন পরিবর্তন হবে না।

পামপে’রর সাথে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা এমন একটি সেবা চালু করতে পেরেছি যাতে ডিভাইস ও কানেক্টিভিটি কেনা আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠেছে। সুবিধাজনক কিস্তি সুবিধার পাশাপাশি আকর্ষণীয় বান্ডেল যোগ করে আমরা শুধু প্রাথমিক খরচের সীমাবদ্ধতা দূর করছি না, সহজ হয়েছে দীর্ঘমেয়াদে সংযুক্ত থাকার সুযোগ যা ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন।”

পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন ঝেং ইথান যোগ করেন, “গ্রামীণফোনের সাথে আমাদের পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ আমরা শুধু স্মার্টফোন অর্থায়নের প্ল্যাটফর্ম থেকে আরও বিস্তৃত সেবার দিকে এগিয়ে যাচ্ছি। গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী ইএমআই প্ল্যানের মাধ্যমে একইসাথে নির্ভরযোগ্য সার্ভিস বান্ডেল এবং স্মার্ট ডিভাইস দিতে সংকল্পবদ্ধ আমরা। আমরা একসাথে বাংলাদেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির একটি নতুন মডেল চালু করছি, যা আরও বেশি মানুষকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।”

সহজলভ্য, নিরাপদ ও নমনীয় সমাধান প্রদানের মাধ্যমে পামপে’র সাথে এই অংশীদারত্ব আর্থিক অন্তর্ভূক্তি ও দেশজুড়ে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করছে, যা টেলিকম ও ফিনটেক খাতের জন্য একটি মানদণ্ড তৈরি করেছে

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১...

ডিজেআইয়ের নতুন অসমো ন্যানো মিনি অ্যাকশন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত ড্রোন ও ক্যামেরা নির্মাতা ডিজেআই তাদের...

সর্বশেষ

ইসরায়েলি সেনাবাহিনীর কিছু ক্লাউড ও এআই সেবা বন্ধ করল মাইক্রোসফট

টেকভিশন২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীর কিছু ক্লাউড...

গিগাবাইট ‘বিয়ন্ড এজ’ নিয়ে এআই উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করল

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট তাদের পরবর্তী...

ডিজেআইয়ের নতুন অসমো ন্যানো মিনি অ্যাকশন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত ড্রোন ও ক্যামেরা নির্মাতা ডিজেআই তাদের...

ড্যাফোডিল গ্রুপ-টয়োটা সমঝোতা: জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি যুবকদের বৈশ্বিক অটোমোবাইল শিল্পে উচ্চশিক্ষা ও...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img