টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আয়োজিত “রোড টু এআই অলিম্পিয়াড” কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এই কর্মশালায় মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের নিয়ম-কানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে পদকপ্রাপ্ত মিসবাহ উদ্দীন ইনান (রৌপ্য পদকপ্রাপ্ত) এবং আবরার শহীদ (ব্রোঞ্জ পদকপ্রাপ্ত) – উভয়েই নটর ডেম কলেজের শিক্ষার্থী। আয়োজনে শিক্ষার্থীদেরকে লিনিয়ার রিগ্রেশন, ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং এবং কম্পিউটার ভিশন বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করা হয়। কর্মশালা শেষে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে, যা তাদের প্রযুক্তি অনুরাগকে আরও উজ্জীবিত করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর প্রফেসর ড. আসিফ ইকবাল এবং সিআইইউ এর শিক্ষার্থী তানভীর আলম খন্দকার, সামাহ বিনতে ফিরোজ, মুশফিকুর রহমান আকিব, আবদুল্লাহ আল নাঈম, রাফিদ মোহাম্মদ ইবতেশাম এবং ইমন হোর।
এই কর্মশালা আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি সম্পর্কে আগ্রহ সৃষ্টির পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, অনুর্ধ্ব দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই অলিম্পিয়াড বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে। বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ আয়োজনে পাওয়ার্ড বাই রিভ চ্যাট, প্লাটিনাম স্পন্সর ও হোস্ট হিসেবে আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এই আয়োজনে অন্যান্য স্পন্সর হিসেবে রয়েছেন, ব্রেইনস্টেশন ২৩, ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, রকমারি ডটকম, বিজ্ঞানচিন্তা, কিশোরআলো।