কেরালার স্কুলে প্রথম ‘এআই শিক্ষিকা’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চলে এলো ‘এআই শিক্ষিকা’। কেরালার তিরবন্তপুরমের একটি স্কুলে শিক্ষকতার জন্য আনা হয়েছে ওই রোবটকে। ভারতের মধ্যে এই উদ্যোগে কেরালাই প্রথম। ওই ‘এআই শিক্ষিকা’র নাম রাখা হয়েছে ‘আইরিশ’।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেরালার তিরবন্তপুরমের কেটিসিটি উচ্চ বিদ্যালয়ে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।

তিনি এখন থেকে ওই বিদ্যালয়ে সমস্ত বিষয়ে পড়াবেন। যাতে একটি ক্লাস শেষ করে অন্য ক্লাসে যেতে সমস্যা না হওয়ায়, সেকারণে রোবটের পায়ে চাকা লাগানো হয়েছে।

জানা গেছে, কেরালার ওই স্কুল মার্কারল্যাব এডুটেক সংস্থার সঙ্গে গাটছড়া বেঁধে এআই শিক্ষক তৈরি করছে। ২০২১ সালে নীতি আয়োগের উদ্যোগে স্কুলে স্কুলে পাঠ্যক্রম-বহির্ভূত কাজেও নজর দেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে ওই রোবট শিক্ষক তৈরির কাজে হাত লাগায় পড়ুয়ারা। তাদের তত্ত্বাবধানে ছিলেন বিশেষজ্ঞেরা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন