মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
33 C
Dhaka

কিউএ ব্রেইন্স মিটআপ সফলভাবে সম্পন্ন

শিক্ষা, উদ্ভাবন ও সহযোগিতার এক অনন্য দিনে কিউএ বিশেষজ্ঞদের ঐক্যবদ্ধতা

- Advertisement -

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল কিউএ কমিউনিটি কিউএ ব্রেইন্স আয়োজিত এবং রাইজআপ ল্যাবস সহ-আয়োজিত কিউএ ব্রেইন্স মিটআপ – অক্টোবর ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে রাইজআপ ল্যাবসের প্রধান কার্যালয়ে।এই মহাআয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের কিউএ পেশাজীবী, শিক্ষার্থী ও শিল্প নেতারা একত্রিত হন জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং অনুপ্রেরণার এক অসাধারণ অভিজ্ঞতা অর্জনের জন্য।

এই ইভেন্টে অংশগ্রহণ করেন ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি এবং খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, যা এক অনন্য মেলবন্ধন সৃষ্টি করে শিল্প ও একাডেমিক ক্ষেত্রের মধ্যে।

উক্ত ইভেন্টে অনুষ্ঠিত হয় বিভিন্ন সেশন, প্যানেল আলোচনা, ইন্টার‌্যাকটিভ ওয়ার্কশপ এবং ওপেন ফোরাম, যেখানে কিউএ ও সফটওয়্যার টেস্টিং-এর সর্বশেষ প্রবণতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইভেন্টের মূল আকর্ষণ ছিল ৬ জন বিশিষ্ট কিউএ বিশেষজ্ঞ ও শিল্প নেতা, যারা তাদের মূল্যবান অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করেন অটোমেশন ট্রেন্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর টেস্টিং, বাস্তব কিউএ চ্যালেঞ্জ, কিউএ জব ইন্টারভিউ প্রিপারেশন এবং ক্যারিয়ার উন্নয়ন কৌশল নিয়ে। তাদের বক্তব্যে উঠে আসে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্সের নতুন দৃষ্টিভঙ্গি এবং পেশাগত উৎকর্ষ অর্জনের প্রেরণা।

এছাড়াও, মিটআপে অংশগ্রহণকারীরা সরাসরি কিউএ শিল্পের নেতাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পান। এর ফলে নবীন কিউএ প্রফেশনাল ও শিক্ষার্থীরা ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং গ্লোবাল কিউএ ট্রেন্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

কিউএ ব্রেইন্স – এর এক মুখপাত্র বলেন, “এই মিটআপ শুধু একটি ইভেন্ট নয়, এটি গুণগত মানে উৎকর্ষ অর্জনের জন্য একটি বৈশ্বিক আন্দোলন। কিউএ পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে শেখা ও উদ্ভাবনের যে মনোভাব আমরা ঢাকায় দেখেছি, তা সত্যিই অনুপ্রেরণামূলক।”

রাইজআপ ল্যাবস –এর এক প্রতিনিধি বলেন, “কিউএ পেশাজীবীদের এমন অনুপ্রেরণামূলক আয়োজন বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। কিউএ ব্রেইন্স -এর সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের প্রযুক্তি খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় করবে এবং তরুণ কিউএএ পেশাজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”

নানা আয়োজন শেষে অংশগ্রহণকারীরা নতুন উদ্যম, জ্ঞান ও আত্মবিশ্বাস নিয়ে ঘরে ফেরেন — কিউএ কমিউনিটিকে আরও শক্তিশালী করে তুলতে এবং গুণগত সফটওয়্যার উন্নয়নের যাত্রায় নতুন মাইলফলক ছুঁতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: শিগগির সম্প্রচারে ফিরছে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন...

সর্বশেষ

প্রতিদিনের কেনাকাটায় ডিজিটাল পেমেন্টে সচেতনতা ও প্রণোদনা প্রয়োজন

বন্দরনগরীতে বিকাশ আয়োজিত এক মতবিনিময়ে খাতসংশ্লিষ্টদের পরামর্শ দৈনন্দিনকেনাকাটায় ডিজিটাল পেমেন্টবাড়াতে...

স্যামসাং ফোনে বন্ধ হচ্ছে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধা

স্যামসাং জানিয়েছে, তাদের ডিভাইসগুলোতে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের পরিবর্তে নিজস্ব ক্লাউড...

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান: জহিরুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: "রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট'স ক্রিটিক্যাল" এই গুরুত্বপূর্ণ...

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: শিগগির সম্প্রচারে ফিরছে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img