টেকভিশন২৪ ডেস্ক: বিশেষায়িত আইটি পণ্যের প্রদর্শনী নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে শুরু হয়েছে সাতদিনব্যাপী ‘দ্য সিটি আইটি ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ফেয়ার’। দেশের বৃহত্তম আইটি মার্কেট বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে আন্তর্জাতিক ছয়টি ব্র্যান্ড—ভিউসনিক, অপটোমা, নিউলাইন, এলজি, বক্সলাইট ও বাংলাদেশি ব্র্যান্ড সিনেক্সা। সোমবার (১৪ জুলাই) থেকে শুরু হওয়া এই প্রযুক্তি মেলা চলবে ১৯ জুলাই পর্যন্ত।
বিসিএস কম্পিউটার সিটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল বারী লিটন মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির মহাসচিব জাহেদ আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহিদুল আলম, প্রচার সম্পাদক মশিউর রহমান রাজু, সদস্য মনির হোসেন কাকন ও রফিকুল ইসলাম এবং স্মার্ট টেকনোলজিস লিমিটেডের চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন।
মেলায় দর্শনার্থীরা ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলের ব্যবহার, প্রযুক্তি ও স্পর্শ করে দেখার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিক্রয় প্রতিনিধিদের জন্য চলছে সল্যুশন ভিত্তিক প্রশিক্ষণ।
বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো। ওয়ালটনের ‘সিনেক্সা’ প্যানেলে ৫৭ হাজার টাকা পর্যন্ত ছাড়, আর বক্সলাইট কিনলে মিলছে আকাশ ডিটিএইচ উপহার। নিউলাইন ও অপটোমা ব্র্যান্ডের প্যানেল নিয়ে অংশ নিয়েছে গ্লোবাল ব্র্যান্ড, এবং ভিউসনিক এনেছে ওরিয়ন কম্পিউটারস।
বিসিএস কম্পিউটার সিটির মহাসচিব, স্টারটেকের ম্যনেজিং ডিরেক্টর জাহেদ আলী ভূঁইয়া বলেন, দেশের প্রযুক্তি বাজারে নতুন উদ্ভাবন, আধুনিক মনিটর ও ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে প্রযুক্তির সংযোজন এবং ভোক্তাদের জন্য আকর্ষণীয় অফার ও অভিজ্ঞতা তুলে ধরতেই এই আয়োজন। প্রযুক্তিপ্রেমী এবং ক্রেতারা এখানে বিভিন্ন আইটি ব্র্যান্ডের নতুন নতুন ডিসপ্লে পণ্য, অফার এবং এক্সক্লুসিভ লঞ্চ দেখতে ও কিনতে পারবেন।
মেলায় ৫৫ ইঞ্চি থেকে ১২০ ইঞ্চি আকারের ডিসপ্লে রয়েছে, যার দাম দেড় লাখ থেকে সাড়ে আট লাখ টাকা পর্যন্ত।