টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর আগাগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি ভবনে) শুরু হয়েছে সিটি ঈদ আইটি ২০২৫।
সোমবার (১৭ মার্চ) বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আকতার হোসেন খান, সহ-সভাপতি ফজলুর বারী লিটন, সেক্রেটারি মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, এবং স্মার্ট টেকনোলজিসের পরিচালক মুজাহিদ আল বেরুনী সুজন।
এছাড়া, ৬টি শীর্ষ ব্র্যান্ডের প্রতিনিধিরাও তাদের ঈদ উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করেছেন। দাহুয়া, স্মার্ট ল্যাপটপ, এইচপি, পেনটাম বিজনেস, এমএসআই, এবং ওয়ালটনের প্রোডাক্ট ম্যানেজার মেলায় অংশ নিয়ে ১০% থেকে ৫০% পর্যন্ত বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দেন।
এ মেলায় অংশগ্রহণকারীরা পাবেন ব্র্যান্ডভেদে বিভিন্ন আকর্ষণীয় অফার ও উপহার, যা ঈদের আগে পণ্য ক্রয়ের জন্য ভোক্তাদের জন্য আরও সাশ্রয়ী হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রযুক্তিখাতে বাজারের চাঙ্গাভাব বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।