৪৫০ দিন অব্যহৃত রবি নম্বর ডি-রেজিস্টার করবে বিটিআরসি, অসন্তুষ্ট গ্রাহক

টেকভিশন২৪ ডেস্ক: ৪৫০ দিন অব্যহৃত রবি নম্বর ডি-রেজিস্টার করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার এক পোস্ট করে বিষয়টি সম্পর্কে ঘোষণা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, রবি আজিয়াটা লিমিটেডের যে সব প্রি-পেইড এবং পোস্ট-পেইড সিম নম্বর (MSISDN) ২০২০ সালের ১০ অক্টোবরের পূর্বে ক্রমাগত ৪৫০ দিন অব্যবহৃত ছিল তা এ বিজ্ঞপ্তি জারির ৯০ দিন পরে স্থায়ীভাবে ডি-রেজিস্টার করে ফেলা হবে।

উল্লেখিত নম্বর সমূহের তালিকা দিয়ে একটি লিংক প্রকাশ করেছে বিটিআরসি। বিটিআরসির এমন সিদ্ধান্তকে ভালো ভাবে নেয়নি অনেক গ্রাহক। পোষ্টের কমেন্টে অনেকেই বলছেন, প্রবাসী যারা ৩-৪ বছর পর দেশে আসেন। তারা এয়ারপোর্টে নেমে পুরাতন সিম আবার সচল করবেন। অনেকের নম্বরে অনেক অ্যাকাউন্ট থাকে। এটা ঠিক হবে না।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন