স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০

স্যামসাং

টেকভিশন২৪ ডেস্কঃ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইন্টেল ১২ জেনারেশন প্রসেসরে গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০ মডেলের ল্যাপটপ বাজারে নিয়ে আসে স্যামসাং। এবার কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে ল্যাপটপটির নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট।

স্যামসাংয়ের এই ল্যাপটপে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ৩ প্রসেসর। এটি উইন্ডোজ-অন-এআরএম ডিভাইসের জন্য প্রথম ৫ ন্যানোমিটার-ভিত্তিক প্রসেসর। প্রসেসরটি ৮৫ শতাংশ পর্যন্ত মাল্টি-কোর সিপিইউ পারফরম্যান্স এবং ৬০ শতাংশ উন্নত জিপিইউ পারফরম্যান্স প্রদান করে।

প্রসেসর ছাড়া নতুন গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০ ল্যাপটপের বাকি হার্ডওয়্যার ইন্টেল দ্বাদশ প্রজন্মের চিপসেট যুক্ত সংস্করণের মতোই। এই টু-ইন-ওয়ান ল্যাপটপে ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এর অ্যামোলেড ডিসপ্লেটি ৩৬০ ডিগ্রি ফ্লিপ করে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। একে ল্যাপটপ বা ট্যাবলেট দুরকম ভাবেই ব্যবহার করা যাবে। এমনটা সাধারণত দেখা যায় না। এটিতে স্যামসাংয়ের এস পেন স্টাইলাসও সাপোর্ট করে। স্ক্রিনটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিট।

স্যামসাং জানিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন-চালিত মডেলটি ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এর ওজন প্রায় ১.০৪ কেজি এবং ১১.৫ মিলিমিটার পাতলা। এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করে এবং মাইক্রোসফ্টের সিকিউরড-কোরড পিসি স্ট্যান্ডার্ড মেনে চলে।

ল্যাপটপটি কিনতে খরচ করতে হবে ১ লাখ ৫৫ হাজার টাকা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন