বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ২:১০ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka

কোরবানি উপলক্ষে ‘স্মার্ট হাট’ চালু করছে ডিএনসিসি

টেকভিশন২৪ ডেস্ক: এবার কোরবানির পশুর হাটে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ছয়টি ‘স্মার্ট হাট’ চালু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। একটি পাইলট প্রকল্পের আওতায় এই স্মার্ট হাট কার্যক্রম চালাবে বাংলাদেশ ব্যাংক।
 

আজ ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত এসব হাটে ডিজিটাল লেনদেন করলে বাড়তি খরচ, যেমন – কার্ড ব্যবহারে কোনো চার্জ হবে না বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা উত্তোলন করা হলে কোনো ক্যাশ আউট চার্জ লাগবে না।

গত বুধবার ঢাকার একটি হোটেলে এই স্মার্ট হাট কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘স্মার্ট হাট’ কার্যক্রমের আওতায় থাকছে- ঢাকা উত্তর সিটি করপোরশেনের গাবতলী, বছিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরের হাট।

ঈদ সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবার কোরবানির পশুর ১০টি হাট বসানোর কথা রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, স্মার্ট হাটে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন করা হবে। ফলে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নগদ টাকা বহন করতে হবে না।

ডিএনসিসিতে স্মার্ট কোরবানির হাটের লোকেশন।

হাটের বুথ থেকে ক্রেতারা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পিওএস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, কিউআর কোডের মাধ্যমে অথবা বুথে স্থাপন করা এটিএম মেশিন থেকে নগদ অর্থ তুলে হাট থেকে কেনা গরুর মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি হাটের হাসিলও দিতে পারবেন এই পদ্ধতিতে।

একই সুবিধা ব্যবহার করে বিক্রেতারা তাদের কোরবানির পশু বিক্রির অর্থ গ্রহণ করতে পারবেন। ক্রেতা-বিক্রেতার ব্যাংক একাউন্ট না থাকলে তারা হাটেই তাৎক্ষণিক একাউন্ট খুলতে পারবেন। ব্যাংক প্রয়োজনে ডেবিট কার্ড সরবরাহ করবে।

প্রতিটি ব্যাংক তাদের বুথে দুটি পস মেশিন রাখবে। একটিতে হাসিল পরিশোধ করা যাবে, অন্যটিতে মূল্য পরিশোধ করতে পারবেন ক্রেতারা। স্মার্ট হাটের কার্ড স্কিম পার্টনার হিসেবে রয়েছে মাস্টার কার্ড এবং ভিসা আমেরিকান এক্সপ্রেস।

ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন ও পরিচালনা করবে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক। এছাড়া মোবাইলে আর্থিক সেবা দিতে বিকাশ এবং ইসলামী ব্যাংকের এম-ক্যাশ।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “অনেক ক্রেতা, বিক্রেতা নগদ টাকা নিয়ে হাটে যাবেন। ওই টাকাটা খোয়ানোর আশঙ্কা থাকে। পাশাপাশি মলম পার্টির খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

“তথ্য প্রযুক্তির এই যুগে হাটে কোরবানির পশু বিক্রি করতে আসা কোনো খামারি যদি বলে আমার পকেট থেকে টাকা চুরি হয়ে গিয়েছে এটা মানায় না পদ্মা সেতুর সঙ্গে, এটা মানায় না ডিজিটাল বাংলাদেশের সঙ্গে।”

‘স্মার্ট হাট’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, “আমার বিশ্বাস শুধু উত্তর সিটি করপোরেশনের কোরবানির পশুর হাট নয়, পর্যায়ক্রমে দেশের সকল জায়গায় ডিজিটাল লেনদেনের ব্যবস্থা হবে।।”

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকার্সের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইটি প্রফেশনালস ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত...

৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশ-এর নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকের আরও দোরগোড়ায় গ্রাহকসেবা নিশ্চিত করতে নতুন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

বুধবার শুরু হচ্ছে বিয়ার সম্মেলন এবং সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর...

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ঘোষণা, ই-স্পোর্টস কমিউনিটিতে উচ্ছ্বাস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে ইলেকট্রনিক স্পোর্টস (ই-স্পোর্টস) এখন থেকে আনুষ্ঠানিকভাবে...

ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল মেলা; চলবে ১৯ তারিখ পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: বিশেষায়িত আইটি পণ্যের প্রদর্শনী নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের...

টেলকো পলিসি: প্রজন্মগত রূপান্তরের নীতিমালা -ফয়েজ আহমদ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল (১২ জুলাই) রাজধানীর হলিডে ইন হোটেলে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img