বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩:১৮ পূর্বাহ্ণ
27.2 C
Dhaka

সোনালী ব্যাংকের প্রযুক্তি ব্যবস্থা ভেঙে পড়েছে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সেবার মান সেকেলে। রাষ্ট্রায়ত্ত বৃহৎ ব্যাংক সোনালীর ক্ষেত্রেও এ অভিযোগ বহু পুরনো।সেবা আধুনিকায়নের নামে গত কয়েক বছরে প্রযুক্তি খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যাংকটি। কোর ব্যাংকিং সলিউশনসহ (সিবিএস) নতুন নতুন সফটওয়্যার সংযোজনও হয়েছে। কেনা হয়েছে কয়েক হাজার কম্পিউটারসহ বিভিন্ন ধরনের সার্ভার। যদিও শত শত কোটি টাকার এ বিনিয়োগ শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে স্থবির হয়ে আছে সোনালী ব্যাংকের প্রযুক্তি ব্যবস্থা।

নতুন বছরের প্রথম দিন থেকে টানা তিনদিন প্রায় অকার্যকর ছিল সোনালী ব্যাংকের গোটা প্রযুক্তি ব্যবস্থা। ব্যাংকটির সার্ভার পুরোপুরি ডাউন ছিল টানা ২৮ ঘণ্টা। এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে সোনালী ব্যাংক। জোড়াতালি দিয়ে সিবিএস সারিয়ে তোলা হলেও এখনো স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেনি ব্যাংকটি।

অনলাইনে টাকা জমা দেয়া, ব্যাংক হিসাবের বিবরণী সংগ্রহ, সরকারি বিভিন্ন সেবার মাশুল জমা দেয়ার মতো সাধারণ ব্যাংকিং সেবাও যথাসময়ে পাচ্ছেন না সোনালী ব্যাংকের গ্রাহকরা। চেক নগদায়নেও ব্যাংকটির গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রযুক্তিগত বিভ্রাটের কারণে সোনালী ব্যাংকের শাখাগুলোয় গ্রাহকদের সারি দীর্ঘ হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার আগে হ্যাকিংয়ের শিকার হয়েছিল সোনালী ব্যাংক। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে হ্যাকাররা ব্যাংকটির আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার পাসওয়ার্ড হ্যাক করে আড়াই লাখ ডলার লুট করে নিয়েছিল। পরেও একাধিকবার সোনালী ব্যাংকের নেটওয়ার্কে হ্যাকারদের আক্রমণ হয়েছিল। ব্যাংকটির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বণিক বার্তাকে জানান, সোনালী ব্যাংকের প্রযুক্তি রক্ষণাবেক্ষণ ব্যবস্থা খুবই দুর্বল। এ কারণে মাঝেমধ্যেই ব্যাংকটির সিবিএসসহ বিভিন্ন সফটওয়্যার ও সার্ভার ডাউন হয়ে যায়। তবে গত এক সপ্তাহ ধরে যে পরিস্থিতি চলছে, সেটি অস্বাভাবিক। এ সময়ে ব্যাংকটির কোনো নেটওয়ার্ক হ্যাকারদের কবলে পড়েছে কিনা, সেটি খতিয়ে দেখা দরকার।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান জানিয়েছেন, ২৮ ঘণ্টা সার্ভার ডাউন থাকfর পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি কাজ করছে। তবে ঠিক কী কারণে সার্ভার ডাউন হয়েছে, সেটি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। এজন্য কম্পিউটার বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদের পরামর্শ নেয়া হচ্ছে।

আতাউর রহমান প্রধান জানান, আগে সোনালী ব্যাংকের বার্ষিক হিসাবায়ন সম্পন্ন করতে তিন-চারদিন লাগত। এবার ২০২১ সালের হিসাবায়ন মাত্র ৮ ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হয়েছে।

সার্ভারের ওপর বাড়তি চাপ পড়ায় সেটি ডাউন হয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি।

যদিও সোনালী ব্যাংকের অন্তত ছয়টি শাখার ব্যবস্থাপক বণিক বার্তাকে বলেছেন, অনেক দিন থেকেই সিবিএসহ সোনালী ব্যাংকের অন্যান্য সফটওয়্যার সঠিকভাবে কাজ করছে না। সার্ভারে ডাটা ইনপুট দিলে নিতে পারে না। হঠাৎ করেই গতি দুর্বল হয়ে সার্ভার হ্যাং হয়ে যায়। প্রায়ই এমনটি হচ্ছে।

রাজধানী ঢাকার সোনালী ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপক বলেন, ২ জানুয়ারি রাত ৩টার সময় ব্যাংক থেকে বাসায় ফিরতে হয়েছে। বহু চেষ্টা করেও শাখা থেকে ত্রুটি সারানো যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রধান কার্যালয়ে যেতে হয়েছে। গিয়ে দেখি সারা দেশে শত শত শাখায় সমস্যা হলেও প্রধান কার্যালয়ে মাত্র চার-পাঁচজন লোক এ বিষয়ে কাজ করছেন। এর মধ্যে টেকনিক্যাল জনবল মাত্র দুজন। বাকিরা নন-টেকনিক্যাল। সোনালী ব্যাংকের মতো এত বৃহৎ একটি ব্যাংক এভাবে চলতে পারে না।

শাখা ব্যবস্থাপকরা বলছেন, গত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশনর ত্রুটি বাড়তে থাকে। শেষ সপ্তাহে সিবিএসসহ অন্য সফটওয়্যারগুলো প্রায় অকার্যকর হয়ে যায়। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন মডিউল বন্ধ করে রাখা হয়।

চট্টগ্রামের একটি শাখার ব্যবস্থাপক বলেন, প্রতিদিন ইএফটির মাধ্যমে শত শত গ্রাহক টাকা জমা দেন। কিন্তু ব্যাংকের সফটওয়্যার সঠিকভাবে কাজ না করায় ভাউচারগুলো নিষ্পত্তি করা যাচ্ছে না। সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়া অনেক গ্রাহক মারমুখী হচ্ছেন। গ্রাহকদের খারাপ আচরণ বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে।

গত ৩ জানুয়ারি সোনালী ব্যাংকের রাজধানীর কলেজগেট শাখায় টাকা তুলতে যান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনজুরুল ইসলাম। বণিক বার্তাকে তিনি বলেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও ওইদিন ব্যাংক থেকে টাকা তুলতে পারিনি। খোঁজ নিয়ে জেনেছি, আগের দিনও ওই শাখা থেকে গ্রাহকরা টাকা তুলতে পারেননি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেবা এতটা নিম্নমানের হলে সেখানে গ্রাহকরা কেন যাবেন? সরকারি কিছু সেবার জন্যই বাধ্য হয়ে সোনালী ব্যাংকে যেতে হচ্ছে।

সোনালী ব্যাংকের প্রযুক্তিগত বিভ্রাটের বিষয়টি বাংলাদেশ ব্যাংক জ্ঞাত রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, সোনালীর পাশাপাশি অগ্রণী ব্যাংকের গ্রাহকরাও সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন। দুটি ব্যাংকেরই প্রযুক্তি ব্যবস্থা খুবই নাজুক। সোনালী ব্যাংকের গ্রাহকদের সেবা দিতে আরটিজিএস ব্যবস্থা উন্মুক্ত করে দেয়া হয়েছে।

সফটওয়্যার নতুন হলেও সোনালী ব্যাংকের হার্ডওয়্যারগুলো বহু পুরনো বলে মন্তব্য করেন ব্যাংকটির ব্যবস্থাপনাপরিচালক মো. আতাউর রহমান প্রধান। তিনি বলেন, পুরনো হার্ডওয়্যারের কারণে কিছু জটিলতা তৈরি হচ্ছে। সরকারি ব্যাংক হিসেবে যেকোনো কেনাকাটায় আমাদের দীর্ঘ একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অনেক আগে আমরা পাঁচ হাজার কম্পিউটার কেনার টেন্ডার দিয়েছি। কিন্তু তিনবার টেন্ডার আহ্বান করেও এখনো কেনা প্রক্রিয়াটি শেষ করতে পারিনি। এ কারণে কিছু সমস্যার রাতারাতি সমাধান আমাদের হাতে নেই।

আতাউর রহমান বলেন, সোনালী ব্যাংকের প্রযুক্তি ব্যবস্থা আধুনিকায়নের জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।ঘরে বসেই আমাদের গ্রাহকরা এখন ব্যাংক হিসাব খুলতে পারছেন। বেতন-ভাতা পরিশোধসহ সব ধরনের সেবা অনলাইনের আওতায় আনা হয়েছে। এজেন্ট ব্যাংকিং, ইসলামিক উইন্ডো চালুসহ সোনালী ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং সেবা পাচ্ছেন। -বণিকবার্তা অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

আইটি প্রফেশনালস ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত...

৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশ-এর নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকের আরও দোরগোড়ায় গ্রাহকসেবা নিশ্চিত করতে নতুন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

বুধবার শুরু হচ্ছে বিয়ার সম্মেলন এবং সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর...

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ঘোষণা, ই-স্পোর্টস কমিউনিটিতে উচ্ছ্বাস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে ইলেকট্রনিক স্পোর্টস (ই-স্পোর্টস) এখন থেকে আনুষ্ঠানিকভাবে...

ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল মেলা; চলবে ১৯ তারিখ পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: বিশেষায়িত আইটি পণ্যের প্রদর্শনী নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের...

টেলকো পলিসি: প্রজন্মগত রূপান্তরের নীতিমালা -ফয়েজ আহমদ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল (১২ জুলাই) রাজধানীর হলিডে ইন হোটেলে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img