শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ
31.9 C
Dhaka

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি’র খোলা চিঠি

টেকভিশন২৪ ডেস্ক: রিয়েলমি’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তরুণদের পছন্দের এই ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি সম্প্রতি একটি খোলা চিঠির মাধ্যমে ‘লিপ আপ’ শীর্ষক প্রেস কনফারেন্সের ঘোষণা দিয়েছেন। এই প্রেস কনফারেন্সে  ৫ বছর মেয়াদী ‘লিপ ফরোয়ার্ড ক্লাইম্বিং প্ল্যান’ উন্মোচন করা হবে, যা বাংলাদেশ সহ সারা বিশ্বে বাস্তবায়ন করবে রিয়েলমি। লি’র খোলা চিঠিতে কীভাবে সারা বিশ্বের ক্রেতারা রিয়েলমি’কে সাদরে গ্রহণ করে নিয়েছে ও ক্যান্টার ব্র্যান্ডজ টপ ৫০ চাইনিজ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডার্স তালিকায় ২৯ ধাপ এগিয়েছে, তা তুলে ধরা হয়।

প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোনের বাজারে ৫ বছর আগে প্রতিষ্ঠিত হয় রিয়েলমি। প্রতিষ্ঠার পরপরই নিজের অবস্থান পোক্ত করে মাত্র কয়েক বছরের মধ্যে লিপ-ফরোয়ার্ড স্মার্টফোন ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে এগিয়ে যায় এই স্মার্টফোন ব্র্যান্ড। একটির পর একটি মাইলফলক অর্জনের পর রিয়েলমি বর্তমানে একটি চ্যালেঞ্জিং বাজারের মুখোমুখি। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বারোপ করে লি জানান, অতীতের সাফল্যের ওপর মনোযোগ না দিয়ে রিয়েলমি এখন নতুন লক্ষ্যে পৌঁছাতে ও আগামী ৫ বছরের মধ্যে তা অর্জন করতে প্রস্তুত। ৫ বছর আগে রিয়েলমি প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোন ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) বাজারে প্রবেশ করে। অল্প কিছু দিনের মধ্যে রিয়েলমি সকলের প্রত্যাশা পূরণে সক্ষম হয়। এই খাতের তীব্র প্রতিযোগিতার মধ্যেও রিয়েলমি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠে নিজেদের জন্য মূলধারার বাজারে জায়গা করে নিতে সক্ষম হয়। তরুণদের পছন্দের এই ব্র্যান্ডটি মাত্র ৩ বছরের মধ্যেই বিশ্বের ৩০টি বাজারে শীর্ষ ৫-এ স্থান করে নেয়। মূলধারার স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় (তরুণ-প্রজন্মের পছন্দ অনুযায়ী) ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় রিয়েলমি।

বিগত বছরগুলোতে ‘লাইট অ্যাসেটস, শর্ট চ্যানেল মোডস অ্যান্ড ই-কমার্স প্রায়োরিটাইজেশন’ কৌশলের ওপর নির্ভর করে অবিশ্বাস্য প্রবৃদ্ধি অর্জন করেছে রিয়েলমি। প্রতিষ্ঠার মাত্র ২ বছরের মধ্যেই টানা চার প্রান্তিকে প্রতিষ্ঠানটিকে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডের স্বীকৃতি দেয় কাউন্টারপয়েন্ট। পাশাপাশি, বৈশ্বিক স্মার্টফোন বাজারে ৭ম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। চ্যালেঞ্জিং বাজার সত্ত্বেও বিশ্বব্যাপী জনপ্রিয় ফাইভজি পণ্য চালু করার মাধ্যমে ‘ফাইভজি পপুলাইজার’ হিসেবে দ্রুত নিজের অবস্থান তৈরি করে নেয় রিয়েলমি। ফলে, রিয়েলমি সারা বিশ্বে সবচেয়ে দ্রুততার সাথে ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করে। ২০২১ সালে রিয়েলমি আরেকটি মাইলফলক অর্জন করে। প্রতিষ্ঠানটি বিশ্বের দ্রুততম ব্র্যান্ড হিসেবে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করে ও প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ৬-এ জায়গা করে নেয়।  

ব্র্যান্ড হিসেবে ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্রের প্রতি আস্থার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির তরুণ লিডারশিপ টিম ক্রেতাদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, বাজারের পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নেয় ও লিপ-ফরোয়ার্ড পারফর্ম্যান্স ও ডিজাইনের ওপর ভিত্তি করে ধারাবাহিকভাবে পণ্য নিয়ে আসা নিশ্চিত করে। এসব উদ্যোগের কারণে রিয়েলমি ‘লিপফ্রগ’ হিসেবে পরিচিতি লাভ করেছে।

সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তরুণদের পছন্দের এই ব্র্যান্ডটি দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। সামনে এগিয়ে যেতে প্রতিষ্ঠানটি ‘লং-টার্ম গ্রোথ’, ‘সিমপ্লি বেটার’ ও ‘মার্কেট কাল্টিভেশন’ অ্যাপ্রোচের সমন্বয়ে যুগোপযোগী এক কৌশল অবলম্বন করেছে। ৫ম বর্ষপূর্তি উদযাপিত হলেও রিয়েলমি ব্যবহারকারীদের প্রয়োজন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। ডিসপ্লে, ইমেজিং, গেমিং, চার্জিং, চিপসেট ও ক্র্যাফটসম্যানশিপ এই ৬টি ক্ষেত্রে গবেষণার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাবে এই প্রতিষ্ঠান। স্কাই লি তার খোলা চিঠিতে উল্লেখ করেন, অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করে অতীতের সকল সাফল্যকে অতিক্রম করার প্রত্যয় নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করবে রিয়েলমি। এছাড়া, সকল প্রতিকূলতা অতিক্রম করে পরবর্তী লক্ষ্যপূরণে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবো আমরা।

আগামী ৫ বছরে রিয়েলমি উদ্ভাবনী পণ্য নিয়ে আসতে মনোযোগী হবে, যেন ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করা যায়। ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করার মধ্য দিয়ে নিজেদের জন্য প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রচেষ্টা অব্যাহত রাখবে তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।  

এই সপ্তাহের জনপ্রিয়

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম...

বাংলাদেশে গুগল পে নাকি গুগল ওয়ালেট চালু হয়েছে?

গোলাম দাস্তগীর তৌহিদ: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে...

সর্বশেষ

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম...

ডিআরসি ও ইউসেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল রেসপন্স সেন্টার (ডিআরসি) এবং ইউনিভার্সিটি অব...

শুধু প্রযুক্তি নয়, একসাথে এগিয়ে চলার গল্প বলল ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন...

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img