রবিবার, ১১ মে, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
34 C
Dhaka

মেয়েদের জন্য কুইন-দ্য গার্লস প্রোগ্রামিং কাপ ২০২৩ এর নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক:  আইসিপিসি অ্যালগো কুইন-দ্য গার্লস প্রোগ্রামিং কাপ ২০২৩ হলো শুধুমাত্র মেয়েদের জন্য আয়োজিত এক ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতা। আইসিপিসি ফাউন্ডেশনের অনুমতিক্রমে এবং আইবিএম কোয়ান্টামের সৌজন্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মূলত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নির্ধারিত প্রশিক্ষণের পর কোডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্যই এ প্রোগ্রামিং কাপের আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় শুধুমাত্র মেয়েরা এককভাবে অংশ নিতে পারবে। শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন করে এই আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর পাশাপাশি একজন শিক্ষকও তার পরামর্শদাতা বা গাইড হিসাবে নিবন্ধন করতে পারবে। পুরো প্রতিযোগিতা জুড়ে শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা ছাড়া পরামর্শদাতার আর কোন ভূমিকা নেই।

অষ্টম থেকে দ্বাদশ গ্রেডের যে কোনও স্কুল বা কলেজ পর্যায়ের ছাত্রী এখানে নিবন্ধন করতে পারবে। এছাড়া স্মাতক পর্যায়ে অধ্যয়নরত এবং গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধানে নিজের জ্ঞান প্রয়োগ করে কম্পিউটার প্রোগ্রাম শেখার ও লেখার আগ্রহ আছে এমন ছাত্রীরাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কমপক্ষে একটি প্রোগ্রামিং ভাষার (সি/সি++/জাভা/পাইথন) জ্ঞান থাকা বাধ্যতামূলক। আগামী ২০ এপ্রিল,২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

শুধুমাত্র মেয়েদেরকে সরাসরি আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য এই প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ আয়োজনের সেরা শিক্ষার্থী গোল্ড মেডেল সহ আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল ২০২৩ এ সরাসরি অংশ নিতে পারবেন। এছাড়া সেরা আরও পাঁচ শিক্ষার্থী স্বর্ণপদক পাবেন। এর বাইরে ৬ থেকে ১০তম শিক্ষার্থী রৌপ্য পদক এবং ১১ থেকে ১৫তম শিক্ষার্থী ব্রোঞ্জ পদক পাবেন। প্রত্যেক ক্যাটাগরির সেরা তিন শিক্ষার্থী এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পাবেন। এছাড়া প্রতিটি রাউন্ডের শেষে উপহার তো থাকছেই।

নির্বাচিত মেয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপর আগামী ১৫ এপ্রিল তারিখে প্রাকটিস কন্টেস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ এপ্রিল তারিখে কোয়ান্টাম চ্যালেঞ্জের উপর প্রাকটিস কন্টেস্ট, ২৩ এপ্রিল তারিখে প্রিলিমিনারী, ৩০ এপ্রিলে আইসিপিসি অ্যালগো কুইন কোয়ান্টাম চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। আগামী ৬ মে, ২০২৩ তারিখে এ প্রোগ্রামিং প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আইসিপিসি ফাউন্ডেশনের অনুমতিক্রমে এবং আইবিএম কোয়ান্টামের সৌজন্যে ভারতের বিখ্যাত অমৃতা বিশ্ব বিদ্যাপীঠ এই আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে।

বিস্তারিত জানতে : https://www.amrita.edu/algoqueen

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

এআইনির্ভর গ্রাহক সেবা চালু করেছে এয়ারবিএনবি

টেকভিশন২৪ ডেস্ক: এয়ারবিএনবি অনেকটা চুপিসারেই যুক্তরাষ্ট্রে চালু করেছে তাদের...

সর্বশেষ

রোবোট্যাক্সি উৎপাদন বাড়াতে যাচ্ছে অ্যামাজনের জুক্স

টেকভিশন২৪ ডেস্ক: রোবোট্যাক্সির বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আগামী...

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি...

ই-ক্যাব নির্বাচনে ‘টিম ইউনাইটেড’ প্যানেল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img