মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মালয়েশিয়ায় বাংলাদেশী শিশু-কিশোরদের নিয়ে কোডিং কর্মশালা 

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শিশু- কিশোরদের নিয়ে অনলাইনে কোডিং কর্মশালা।

টেকভিশন২৪ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপনের ধারবাহিক কার্যক্রমের অংশ হিসাবে  মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শিশু- কিশোরদের নিয়ে কোডিং কর্মশার আয়োজন করে তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব।

এই কর্মশালায় ২২ জন শিশু- কিশোর ও তাদের অভিবাবকগন অংশগ্রহণ করেন। শনিবার থেকে ভার্চুয়ালি শুরু হওয়া এই কর্মশালাটি মাসব্যপী চলবে। এই কর্মশালয় স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হচ্ছে। 

মালয়েশিয়া ভিত্তিক তথ্য-প্রযুক্তিভিত্তিক সংগঠন ইয়ুথ হাব স্কুল পর্যায়ে উদ্ভাবন, তথ্য-প্রযুক্তি ও নতুন উদ্যোক্তা তৈরি নিয়ে কাজ করছে। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের মাঝে তথ্য-প্রযুক্তি শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে প্রতিষ্ঠনটি।

মালয়েশিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের সহযোগিতায় দেশটির বিভিন্ন রাজ্যের স্কুল পর্যায়ে তথ্য-প্রযুক্তির শিক্ষা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বের ১৭টি দেশে এখন ইয়ুথ হাবের ধারণা নিয়ে কাজ হচ্ছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন