বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
31.3 C
Dhaka

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের ‘ডানো পাওয়ার ব্র্যান্ডটক’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ড এবং মার্কেটিং পেশাজীবীদের কমিউনিটি ‘ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশে’র আয়োজনে দ্বিতীয় ব্র্যান্ডটক অনুষ্ঠিত হয়েছে। চার দিনের এই আয়োজনের বিষয় ছিল ‘স্টোরিজ অব রিভাইভাল’। চারটি আলাদা আলাদা সেশনে অনুষ্ঠিত ব্র্যান্ডটক শুরু হয় ২০২০ সালের ২৬ ডিসেম্বর। শেষ হয় এ বছরের ১৬ জানুয়ারি। 
 
প্রতি শনিবার রাতে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ ফেসবুক পেজ এবং গ্রুপে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
 
এই আয়োজনের  প্রধান প্রধান স্পন্সর ছিল ডানো পাওয়ার ব্রট টু ইউ বাই ওয়ালটন, এসিআই পিওর রাইস এবং অ্যাডফিনিক্স।
 
দেশ-বিদেশের উদ্যোক্তা, অ্যাকাডেমিয়া, প্রধান নির্বাহী, প্রধান বিপণন কর্মকর্তা, এজেন্সি প্রোফেশানালস, ডিজিটাল স্ট্র্যাটেজিস এবং ওভারসিজ ঘরানা থেকে ২৬ জন প্রথিতযশা আলোচক ব্র্যান্ড এবং মার্কেটিং এর ২৬টি বিষয় নিয়ে আলোচনা করেন। খন্ড খন্ড বিষয়ের উপর আলোচনায় তারা অংশ নিয়ে কোভিড ১৯ এর দুঃসময়ে টিকে থাকা, ঘুরে দাঁড়ানো এবং সামনে সফলভাবে অগ্রসর হওয়ার জন্য করণীয়  সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা করেন। এসব আলোচনা মার্কেটার এবং উদ্যোক্তাদের জন্যে বিশেষভাবে উপকারে আসবে বলে আয়োজকরা মনে করছেন।
 
নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, ব্র্যান্ড-মার্কেটিং ক্যাটালিস্ট আফতাব মাহমুদ খুরশিদ, আরলা ফুড বাংলাদেশের হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ, বিপ্রোপার্টির হেড অব মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেসানস মেহজাবিন চৌধুরী, ফিল্ম মেকার অমিতাভ রেজা চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হয়।
 
দ্বিতীয় সেশন শুরু হয় সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরীর আলোচনা দিয়ে। এই পর্বে ম্যাটবাইকের সহ-প্রতিষ্ঠাতা কার্তিক সুব্রামানি, ডন ফেসিলেটেশান ও কন্সালটেন্সির চিফ ইন্সপেরিশনাল অফিসার ডন সামদানি,  প্রথম আলো ডিজিটালের হেড অব বিজনেস এবিএম জাবেদ সুলতান পিয়াস বক্তব্য দেন। এছাড়াও আলোচনায় অংশ নেন ‘এনোমিয়া’র ম্যানেজিং ডিরেক্টর আরাফুল ইসলাম চৌধুরী।
 
তৃতীয় দিনের সেশন শুরু হয় এসকেবি টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা ও মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের সাবেক ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবিরের আলোচনার মধ্য দিয়ে। 
 
 এই পর্বে আলোচক হিসেবে অংশ নেন এমএম ইস্পাহানী লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম দিদারুল হাসান, রকমারি ডটকম ও অন্যরকম গ্রুপের চেয়ারম্যান  মাহমুদুল হাসান সোহাগ, ফুডপান্ডার হেড অব মার্কেটিং মনিষা সাফিয়া তারেক, নেপাল ডিজিটাল অ্যাডভান্টেজের হেড অব অপারেশান শাহবাব সাব্বির, অ্যাডফিনিক্সের হেড অব অ্যাডটেক লুতফি চৌধুরী, মাইন্ড শেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক তাসনুভা চৌধুরী।
 
ব্র্যান্ডটকের শেষ সেশনে অংশ নেন দেশের আরো সাত জন প্রথিতযশা ও স্বনামধন্য বৃহৎ শিল্প উদ্যোক্তা, অ্যাকাডেমিক মায়েস্ত্রো, প্রধান নির্বাহী, প্রধান বিপণন কর্মকর্তা, ডিজিটাল স্ট্র্যাটেজিস।
 
মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট মার্কেটিং মেন্টর আশরাফ বিন তাজ, ওয়ালটন ব্র্যান্ড ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার আকিজে’র গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন, কর্পোরেট কোচ ও সিন্দাবাদ ডট কমের সিইও কামরুল হাসান, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, ‘নগদ’ এর সিএমও কিংশুক হক। 
 
শেষ বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান আলোচনায় অংশ নেন।
 

এই সপ্তাহের জনপ্রিয়

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশ-এর নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকের আরও দোরগোড়ায় গ্রাহকসেবা নিশ্চিত করতে নতুন...

এলো নতুন এআই ল্যাপটপ ‘এ১৬’

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত তাইওয়ানিজ প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট এবার...

সর্বশেষ

ডিআরসি ও ইউসেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল রেসপন্স সেন্টার (ডিআরসি) এবং ইউনিভার্সিটি অব...

শুধু প্রযুক্তি নয়, একসাথে এগিয়ে চলার গল্প বলল ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন...

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

বাংলাদেশে গুগল পে নাকি গুগল ওয়ালেট চালু হয়েছে?

গোলাম দাস্তগীর তৌহিদ: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img