বিপিও খাতের জন্য ব্র্যাকের ঋণ ‘প্রবাহ’ উদ্বোধন করেন মোস্তাফা জব্বার

টিভি২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সদস্যদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সুবিধা ও আর্থিক প্যাকেজ ‘প্রবাহ’ চালু করেছে ব্র্যাক ব্যাংক । ‘প্রবাহ’ প্যাকেজটি বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং অন্যান্য আউটসোর্সিং সংস্থাগুলির জন্য অর্থের যোগান, ব্যবসা সম্প্রসারণ এবং ফিক্সড অ্যাসেট ক্রয়ে সহায়ক হবে । ‘প্রবাহ’-এর মাধ্যমে বাক্কো সদস্যরা এক কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

এছাড়াও বাক্কো’র নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুদের হার থাকছে মাত্র ০৭ শতাংশ । ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার ১৪ নভেম্বর, ২০২০, শনিবার প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল প্রোগ্রামে ‘প্রবাহ’-এর উদ্বোধন করেন ।

উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “বিপিও সেক্টর নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই লক্ষ্যে প্যাকেজটি আর্থিক সক্ষমতা ও অন্তর্ভূক্তি নিশ্চিত করার মাধ্যমে দেশের বিপিও সেক্টরে সামগ্রিক পরিবর্তন আনতে ভূমিকা পালন করবে।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের বিপিও শিল্পের বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে আমরা আশাবাদী। বাক্কো’র সদস্যদের অর্থের যোগান দিতে এবং তাদের ব্যবসায়ের সত্যিকারের উন্নয়নে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। মানুষকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের আরো কাছে নিয়ে যেতে ব্র্যাক ব্যাংক বদ্ধপরিকর

বাক্কো’র পরিচালক জারা মাহবুব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, “বাক্কো দীর্ঘদিন ধরে তার সদস্য সংস্থাগুলির অবকাঠামোগত বিকাশসহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কাজ করে আসছে। আমরা আশাবাদী যে ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের এই উদ্যোগ আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলির অর্থের যোগান নিশ্চিত করবে এবং এর ফলে তারা মানসম্পন্ন ব্যাংকিং পরিষেবাগুলির অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন।“

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন