সেবার মান বৃদ্ধি পর্যন্ত গ্রামীনফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহক সেবার মান অত্যন্ত খারাপ হওয়ায় গ্রামীনফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।
 
সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করে ডাক ও টেলিক যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, গ্রামীনফোনকে বারবার সতর্ক করার পরেও তারা গ্রাহক সেবার মান বৃদ্ধি করে নি।
 
তাই বিটিআরসি মনে করছে, গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা আরো বাড়লে স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানটির বর্তমান সক্ষমতায় গ্রাহক সেবার মান আরও খারাপ হবে। তাই যতদিন পর্যন্ত সেবার মান বৃদ্ধি পাবে, ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
 
বিটিআরসির সব শেষ তথ্য অনুযায়ী গত মে পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।
গত ৩১ মার্চ অনুষ্ঠিত সর্বশেষ নিলামে সবচেয়ে বেশি ৬০ মেগাহার্টজ তরঙ্গ কেনে গ্রামীণফোন। এর আগে গ্রামীণফোনের হাতে ছিল ৪৭ দশমিক ৪০ মেগাহার্টজ তরঙ্গ। সব মিলিয়ে অপারেটরটির তরঙ্গের পরিমাণ ১০৭ দশমিক ৪০ মেগাহার্টজ।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন