টেকভিশন২৪ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অফিশিয়াল কাজের জন্য ফেসবুক পেজ ব্যবহার করতে নিষেধ করেছেন নেদারল্যান্ডসের গোপনীয়তা নজরদারি প্রতিষ্ঠান এপি।
কারণ হিসেবে বলা হয়েছে, এসব পেজের সঙ্গে যুক্ত ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে কী করা হয় তা এখনও নিশ্চিত নন তারা। ব্যবহারকারীদের তথ্য নিরাপদে সুরক্ষিত থাকে এমন নিশ্চয়তা না পেলে, সরকারি সংস্থাগুলোর এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার উচিত হবে না বলে জানান তারা।
এপির চেয়ারম্যান আলেইদ ওলফসেন বলেন, সরকারি সংস্থাগুলোর ফেসবুক পেজের স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা থাকা উচিত।
দেশটির পক্ষ থেকে এরইমধ্যে ফেসবুকের পরিচালনা প্রতিষ্ঠান মেটার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এব্যাপারে খুব দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয় দেশটির পক্ষ থেকে।
নেদারল্যান্ডসের ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী আলেকসান্দ্রা ভ্যান হাফেলেন বলেন, ফেসবুকের কার্যকরী পদক্ষেপ না দেখা পর্যন্ত এর ব্যবহার বন্ধ রাখা হবে। যদি প্রতিষ্ঠানটি যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে পুরোপুরি এই সোশ্যাল মিডিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।