‘নেক মানি’র পরিচালকরা অর্থমন্ত্রীর কাছ থেকে সপ্তম রেমিট্যান্স অ্যাওয়ার্ড গ্রহন করেন

নেক মানি
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বিবির গভর্নর ফজলে কবিরের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন নেক’র চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজী, পরিচালক জাহাঙ্গীর ফরাজী, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ও নেক মানির পরিচালক ডা. আনোয়ার ফরাজী ইমন।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অর্থ বৈধভাবে প্রেরণ করে সপ্তম বারের মতো সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে নেক (এনইসি) মানি ট্রান্সফার লিমিটেড বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯ ও ২০২০ পেয়েছে। 

১২মে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন নেক (এনইসি) মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজী, পরিচালক জাহাঙ্গীর ফরাজী, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ও নেক মানির পরিচালক ডা. আনোয়ার ফরাজী ইমন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেক মানি ট্রান্সফার লিমিটেডের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) শামীম আহমেদ, হেড অব অপারেশন ওসমান গণি এবং বিভিন্ন ব্যাংকের নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা ।

বাংলাদেশসহ পৃথিবীর ৯০টি দেশে নেক মানি ট্রান্সফার লিমিটেড বৈধভাবে প্রবাসীদের টাকা প্রেরণ করে থাকে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী অর্থ স্থানান্তর করার সবচেয়ে সুবিধাজনক সেবা প্রদান করে নেক মানি ট্রান্সফার, সর্বোচ্চ বিনিময় হার, নিরাপদ, সহজ, দ্রুত এবং সুবিধাজনক উপায়ে ওয়েব এবং মোবাইলে এজেন্টের মাধমে 24/7 গ্রাহক সেবা প্রদান করে।

-গোলামদাস্তগীর/১৪মে/২২

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন