মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:২২ পূর্বাহ্ণ
26 C
Dhaka

নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা৪০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে সর্বাধিক বিক্রিত মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন ইনোভা৪০। স্পেস ব্লাক, টাইটেনিয়াম সিলভার, কসমিক গোল্ড, আইস গ্রীন এবং রেডিয়াম গ্রীন কালার এর অত্যাধুনিক স্টাইলিশ গ্লাস ব্যাক পার্ট ডিজাইনের ইনোভা৪০ স্মার্টফোনটি ৯ আগস্ট থেকে সিম্ফনি মোবাইলের আউটলেট গুলোতে পাওয়া যাবে।

- Advertisement -

ইনোভা৪০ ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে যথাক্রমে ৬ জিবি এবং ৮ জিবি র‍্যামে এবং ১২৮ জিবি রম। দুটি ভ্যারিয়েন্টেই ৬ জিবি এবং ১২ জিবি করে এ্যাক্সপান্ডেবল র‍্যাম রয়েছে। ৬জিবি ভ্যারিয়েন্ট এর দাম রাখা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা এবং ৮জিবি ভ্যারিয়েন্ট এর দাম রাখা হয়েছে ১১ হাজার ৬৯৯ টাকা।  

ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১৫। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৭৫ ইঞ্চ ইনসেল ওয়াটারড্রপ নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০। ১.৮ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ইউনিসক টি৬১৫ এর ১২ ন্যানো মিটার চিপসেট এবং জিপিউ ৮৫০ মেগাহার্জ। এছাড়াও এই ফোনটির মেমোরী স্টোরেজ এর জন্য ব্যবহার করা হয়েছে uMCP টাইপ স্টোরেজ যার কারনে ডাটা ট্রান্সফার এবং ফোনের পার্ফরমেন্স অনেক বেশী ফাস্টার হবে।

নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ১.৯ অ্যাপারচার এর ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ক্যামেরা যা দিয়ে তোলা যাবে মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত ছবি। সেলফি তোলার জন্য আছে ২.০ অ্যাপারচার এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা ফিচারস এর উল্যেখযোগ্য ফিচারগুলো হলো এআই মোড, স্লো-মোশন, বোথ ক্যামেরা পোর্ট্রেইট, এইচডি আর, প্রো-মোড সহ অনেক ইন্টারেস্টিং ফিচারস।

পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৬ হাজার  মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যা দিবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা এবং সাথে আছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার যেটা দিয়ে খুব দ্রুতই আবার চার্জ করে ফেলা যাবে। দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটিতে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট।

এর ফেস আনলক ফিচার মুহূর্তেই ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন লক ও পাসওয়ার্ড। প্রয়োজনীয় সকল সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং কম্পাস সেন্সর রয়েছে নতুন এই স্মার্টফোনটিতে।

এছাড়াও এই ফোনটির কিছু স্পেশাল ফিচার এর মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো, নয়েজ ক্যানসেলেসন, ডায়নামিক আইল্যান্ড এবং ডুয়াল এ্যাপ ব্যাবহার করার সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় বিআইটিপিএফসি’র নলেজ শেয়ারিং প্রোগ্রাম সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ...

শীর্ষ নির্মাতাদের স্বীকৃতি দিতে ইনস্টাগ্রামের নতুন ‘রিং’ পুরস্কার ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম নতুন এক পুরস্কার...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

টাঙ্গাইল ও কালিয়াকৈরে বন্ডস্টাইনের জিপিএস ট্র্যাকার ডিলার পয়েন্ট চালু

টেকভিশন২৪ ডেস্ক: ‘আপনার গাড়ির নিরাপত্তা এখন হাতের মুঠোয়’ স্লোগানে...

আইসিটি সচিবের সাথে বেসিস প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ...

ঢাকায় বিআইটিপিএফসি’র নলেজ শেয়ারিং প্রোগ্রাম সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ...

অনলাইনে সরকারি অনুমোদিত ওয়াকিটকি ও রিপিটার কেনার সহজ সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশে যোগাযোগ কার্যক্রমকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img