টেকভিশন২৪ ডেস্ক: মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে তথ্য-প্রযুক্তি খাতের নতুন কোম্পানি ই-জেনারেশন লিমিটেড। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে।
সকালে ডিএসই ও সিএসইতে রিং দ্য বেল এর মাধ্যমে ই- জেনারেশনের লেনদেন শুরু হয়। এসময় স্টক একসচেঞ্জ দুটির ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দা কামরুন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান সহ উর্ধতন কর্মকর্তারা।
এদিন বেলা ১০টা ৪৫ মিনিটে শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ১ বারে ১টি শেয়ার লেনদেন করেছে।
প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে ই-জেনারেশনের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।