টেকভিশন২৪ ডেস্ক: আজকাল আমরা আর ফোন নম্বর মনে রাখি না, তাই ফোন থেকে নম্বর ডিলিট গেলে সমস্যা হয়ে যায়। এর বাইরেও অনেকবার এমন ঘটনা সামনে এসেছে যে হ্যাকাররা জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে সব নম্বর ডিলিট করে দিয়েছে। যদি এই অবস্থাটি এড়াতে চাই তাহলে আমাদের কী করা উচিত এবং কী করা উচিত নয় তা জানা দরকার।
যদি ফোনে নম্বর সবসময় নিরাপদ রাখতে হয়, তাহলে জি-মেইল অ্যাকাউন্টটি সঠিকভাবে ব্যবহার করা উচিত। জি-মেইলে যে কোনো মোবাইল নম্বর সবসময় সেভ রাখা উচিত।
এছাড়াও জি-মেইল অ্যাকাউন্ট নিরাপদে রাখতে হবে। জি-মেইল অ্যাকাউন্ট হ্যাকারদের থেকে নিরাপদ রাখতে, ডুয়াল ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করতে পারেন যে কেউ।
আসলে, আমরা সহজেই জি-মেইল থেকে ডিলিট করা মোবাইল নম্বর পুনরুদ্ধার করতে পারি। ফোনের গ্যালারিতে যেমন একটি রিসাইকেল বিন রয়েছে, একইভাবে জি-মেইলেও একটি রিসাইকেল বিন রয়েছে।
এমন পরিস্থিতিতে, যদি ভুলবশত জি-মেইল অ্যাকাউন্ট থেকেও কোনো যোগাযোগ নম্বর ডিলিট হয়ে যায় বা কেউ ইচ্ছাকৃতভাবে একটি মোবাইল নম্বর ডিলিট করে ফেলেন, তবে সেই মোবাইল নম্বরটি রিসাইকেল বিন থেকে পুনরুদ্ধার করা যেতে পারে।