শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
32 C
Dhaka

ডিআইইউতে পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন (পিএফডবিউ) এর ৩ সদস্যের প্রতিনিধি দল, পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন (পিএফডবিউ)-এর জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমেদ মুস্তাফার নেতৃত্বে “ইগনিট ইনোভেশন এবং লেভেল আপ ইওর টিচিং: এ মাস্টারক্লাস উইথ পারডু ইউনিভার্সিটির” পোগ্রামের অধীনে ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এক সপ্তাহের সফরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে । প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন (পিএফডবিউ) এর কলেজ অফ সায়েন্সের ডিন ডঃ রোনাল্ড ফ্রাইডম্যান এবং আরবি ভাষার অনার্স প্রোগ্রাম ডিরেক্টর ও মিস ফারাহ আমের কম্বস।

আজ ২৭ জুন, ২০২৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষা, গবেষণা, ও সমসাময়িক বিশ্বে সেবা’ শীর্ষক একটি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে কলেজ অফ সায়েন্সের ডিন ড. রোনাল্ড ফ্রিডম্যান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান, পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন (পিএফডবিউ) এর বীববিজ্ঞান বিভাগের প্রখ্যাত অধ্যাপক আহমেদ মুস্তাফা, পিএফডবিøউ-এর, অনার্স প্রোগ্রাম ডিরেক্টর মিস ফারাহ আমের কম্বস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার সহ ৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং শিক্ষাবিদ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

ডিআইইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মশালাটি পারডু ইউনিভার্সিটি ফোর্টের তিন সদস্যের প্রতিনিধির সাথে শেখার এবং অনুপ্রেরণার উৎস হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাবিদদের একত্রিত করেছিল। উদ্বোধনী অধিবেশনে “শিক্ষা, গবেষণা, এবং সমসাময়িক বিশ্বে পরিষেবা,” শীর্ষক কর্মশালায় পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন অভিজ্ঞ অনুষদ সমস্যদের অন্তর্দৃষ্টিপূর্ণ উপস্থাপনাগুলি ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিা চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন, শিক্ষাদান ও শেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার একীকরণের কথা তিনি তুলে ধরেন। তিনি শিক্ষায় অভিযোজনযোগ্যতা এবং উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি শিক্ষাবিদদেরকে এআই এবং শিক্ষাগত ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করার সম্ভাবনাকে গ্রহণ করার আহ্বান জানান। ডঃ সবুর খান অনুষদ সদস্যদের তাদের গবেষণা পরিচালনা করতে, ছাত্রদের মতামত চাওয়ার জন্য এবং ক্রমাগত তাদের শিক্ষার মডেল তৈরি করতে উৎসাহিত করেন। তিনি শিক্ষাগত উৎকর্ষ অর্জনের জন্য সহযোগিতা এবং নেটওয়ার্ক সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। ড. সবুর খান শিক্ষাবিদদের শিক্ষাদান, গবেষণা ও সেবার সুবিধার্থে অনুদান প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন। তিনি শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্বের ওপরও জোর দেন।

ডক্টর আহমেদ মুস্তফা শিক্ষাদানে আত্ম-সচেতনতা এবং আবেগের গুরুত্বের উপর জোর দেন, শিক্ষাবিদদের তাদের পেশাকে একটি শখ হিসাবে দেখার আহ্বান জানান। তিনি অনুষদ সদস্যদের একে অপরকে সমর্থন করতে এবং একটি সম্প্রদায়কে লালনপালন করতে উৎসাহিত করেন যেটি ডিআইইউ এর ইনস্টিটিউট ফর জুনিয়র ফ্যাকাল্টির মাধ্যমে জুনিয়র ফ্যাকাল্টিদের লালনপালন করে। তার সেশরনটি নিজেকে বোঝার তাৎপর্য, স্থিতিস্থাপক হওয়া এবং ক্রমাগত ব্যক্তিগত এবং পেশাদারিত্ব বিকাশের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল।

দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যন্সেলর এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত আলোচনা এবং মূল্যবান জ্ঞানের বিনিময়ের মাধ্যমে অধিবেশনটি সমৃদ্ধ হয়েছিল। আরোচকদেও মধ্যে ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর কামরুল আহসান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সবুর খান, প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির, ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদুর রহমান, উত্তরা ইউনিভার্সিটির উপ- উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এস এম এ রশিদ এবং বাংলাদেশের পরামর্শক ও সাবেক সচিব আকমল হোসেন আজাদ।

এই সপ্তাহের জনপ্রিয়

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম...

বাংলাদেশে গুগল পে নাকি গুগল ওয়ালেট চালু হয়েছে?

গোলাম দাস্তগীর তৌহিদ: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে...

সর্বশেষ

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম...

ডিআরসি ও ইউসেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল রেসপন্স সেন্টার (ডিআরসি) এবং ইউনিভার্সিটি অব...

শুধু প্রযুক্তি নয়, একসাথে এগিয়ে চলার গল্প বলল ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন...

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img